কটিয়াদীতে জিদনি হত্যার আসামিদের গ্রেফতার দাবিতে বিক্ষোভ

Spread the love

কিশোরগঞ্জ প্রতিনিধি।

কিশোরগঞ্জের কটিয়াদীতে কলেজ পড়ুয়া জিদনি মিয়া হত্যার আসামীদের গ্রেফতার ও সুষ্ঠু বিচার দাবিতে বিক্ষোভ মিছিল হয়েছে।

রোববার (১৫ জুন) সকাল ১১টার দিকে কটিয়াদী সরকারি ডিগ্রি কলেজের সামনে শিক্ষক-পড়ুয়া সহ এলাকাবাসী অংশ নিয়েছে এতে।

প্রথমে মানববন্ধন ও পরে বিক্ষোভ মিছিলসহ বাজারের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে এসে থানার সামনে কিছুক্ষণ অবস্থান নিয়ে বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। এসময় তারা স্লোগান দেয় খুনি কেনো বাহিরে, আমার ভাই কবরে। মামলার আসামিদের দ্রুত গ্রেফতারের দাবিও জানানো হয়েছে। এসময় কলেজের প্রধান অধ্যক্ষসহ শিক্ষক ও কলেজ পড়ুয়া ছাত্র ছাত্রীরা উপস্থিত ছিলেন।

গত ৪ জুন বুধবার রাতে পৌর এলাকার ভরাদিয়া গ্রামে একটি মেলায় পাওনা টাকা ফেরত চাওয়ায় প্রবাসীর ছোট ভাই কটিয়াদী সরকারি কলেজের ছাত্র এইচএসসি পরীক্ষার্থী মো. জিদনি মিয়াকে (১৭) প্রতিপক্ষ ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ৫ জুন সন্ধ্যায় তিনি মৃত্যু বরণ করেন। নিহত জিদনি পৌর এলাকার ভরারদিয়া গ্রামের মৃত ধলু মিয়ার ছোট ছেলে।

নিহতের বোন ময়না আক্তার বলেন, ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ভাই হত্যার সাথে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করছি। অভিযুক্ত আসামিরা গ্রেফতার না হওয়ায় আমরা হতাশ।

কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ মো. তরিকুল ইসলাম জানান, ঘটনার সঙ্গে জড়িত আসামিদের গ্রেফতারের চেষ্টা চলমান রয়েছে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *