নিরাপদ আশ্রয় খুঁজছে তেহরানের বাসিন্দারা

Spread the love

 

ইরানের ওপর হামলা থামছে না ইসরায়েলের। ইরানের বাসিন্দারা নিরাপদ আশ্রয়ের সন্ধানে রাজধানী তেহরান ছাড়ছেন। গত শুক্রবার থেকে শুরু হওয়া হামলায় এখন পর্যন্ত দুই শতাধিক বাসিন্দা নিহত হয়েছেন।

বার্তা সংস্থা রয়টার্স ও সিএনএন জানিয়েছে, রোববার জুড়ে তেহরানের গ্যাস স্টেশনগুলোতে গাড়ির লম্বা লাইন দেখা গেছে। সবাই পরিবার নিয়ে শহর ছেড়ে নিরাপদ আশ্রয়ে যেতে চাইছে।

পেট্রলপাম্পে অপেক্ষমাণ শহরের একজন বাসিন্দা রয়টার্সকে বলেন, ‘মানুষ উদ্বিগ্ন। পেট্রলপাম্পগুলোতে প্রচুর ভিড়। কারণ মানুষ শহর ছেড়ে চলে যাচ্ছে।’ আরেকজন বাসিন্দা জানালেন অপেক্ষা করেও চাহিদা অনুযায়ী জ্বালানি মিলছে না। তিনি বলেন, ‘পুরো শহরে কোনো আশ্রয় কেন্দ্র নেই। আমার মনে হয় না কোনো বিশেষ স্থান আছে যেখানে জরুরি সময়ে যাওয়া যায়।’

জানা যায়, তেহরান ছেড়ে মানুষ দেশটির উত্তরাঞ্চলের দিকে যাচ্ছে। বিশেষ করে কাসপিয়ান সাগরের দিকে। তবে ওই এলাকায় যাওয়ার পথও ভালো নয়। তাও কষ্ট করে ঝুঁকি নিচ্ছে তেহরানের বাসিন্দারা।

তবে রোববার ইরানের পশ্চিমাঞ্চল ও মধ্যাঞ্চলেও হামলা করে ইসরায়েল। শুক্রবার থেকে শুরু করা হামলায় ইসরায়েল জানিয়েছে, তাদের লক্ষ্যবস্তু ইরানের পারমাণবিক অস্ত্র কর্মসূচি। সামরিক স্থাপনাগুলোই তার অন্যতম লক্ষ্যবস্তু। এরই মধ্যে ইরানের একাধিক শীর্ষ সামরিক কর্মকর্তাসহ নয়জন পরমাণু বিজ্ঞানীকে হত্যা করেছে ইসরায়েল।

তবে ইসরায়েলের হামলায় ইরানের শুধু সামরিক নয় বরং বেসামরিক নাগরিকও ক্ষতিগ্রস্ত হচ্ছে। ইরান জানিয়েছে, নিহত দুই শতাধিক নাগরিকের বড় অংশই বেসামরিক।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *