সাবেক প্রতিমন্ত্রী মোতাহারের গাড়িসহ ২ জন আটক

Spread the love

লালমনিরহাট প্রতিনিধি।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী ও লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনের সাবেক সংসদ সদস্য মোতাহার হোসেনের কোটি টাকা মূল্যের একটি গাড়িসহ ২জনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।

সোমবার (১৬ জুন) ভোরে কালীগঞ্জ উপজেলার কাকিনা এলাকা থেকে গাড়িটি জব্দ করে পুলিশ।

আটকরা হলেন, সাবেক প্রতিমন্ত্রী মোতাহার হোসেনের গাড়ি চালক কাজল চন্দ্র রায় এবং তাঁর সহযোগী আব্দুল আজিজ।

পুলিশ ও স্থানীয়রা জানান, হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের দোলাপাড়া সীমান্ত সংলগ্ন একটি বাড়ি থেকে সোমবার ভোরে সাবেক প্রতিমন্ত্রী মোতাহার হোসেনের ব্যবহৃত কোটি টাকার গাড়িটি বের করা হয়। গাড়িটি সাবেক মন্ত্রীর ছেলে মাহমুদুল হাসান সোহাগের ঢাকার বাসায় ঈদের খাবার নিয়ে যাচ্ছিল।বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা গাড়িটিকে ধাওয়া করেন। ধাওয়া খেয়ে গাড়িটি কাকিনা চাঁপারতল পেট্রোল পাম্পের কাছে পৌঁছালে এলাকাবাসী গাড়িটিকে আটক করতে সক্ষম হয়।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গাড়িটি জব্দ করে এবং গাড়িতে থাকা চালক কাজল চন্দ্র রায় ও তাঁর সহযোগী আজিজকে আটক করে। পরে দুইজনকে থানায় পুলিশে হেফাজতে রাখা হয়েছে।

এ-বিষয়ে কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক বার্তা ২৪ কমকে এ ঘটনার সত‌্যতা নিশ্চিত করেছেন।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *