ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ চান ট্রাম্প

Spread the love

আন্তর্জাতিক ডেস্ক:

ইসরায়েল-ইরান সংঘাত শুরুর পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে একের পর এক পোস্টে ইরানকে কড়া বার্তা দিয়ে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। এমনই একটি পোস্টে তিনি ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ দাবি করলেন।

গত মঙ্গলবার (১৭ জুন) ট্রুথ সোশ্যালের পোস্টে ট্রাম্প লিখেছিলেন, আমরা জানি, ইরানের সর্বোচ্চ নেতা কোথায় লুকিয়ে আছেন। তাকে (হত্যার) নিশানা করা খুব সহজ। কিন্তু তিনি সেখানে নিরাপদ। আমরা তাকে মারব না, অন্তত এখন নয়।

এর আগে ট্রাম্প এক পোস্টে বলেছিলেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে যুক্তরাষ্ট্র চাইলেই হত্যা করতে পারে। তবে আপাতত তারা তা করছে না কেবলমাত্র মার্কিন সেনা ও নাগরিকদের ওপর পাল্টা হামলার ঝুঁকি এড়াতে।

ইরান পরমাণু অস্ত্র বানানোর চিন্তা ছেঁটে ফেলার চুক্তি প্রত্যাখ্যান করায় এখন এ সতর্কবার্তা দিতে হচ্ছে বলেও ইঙ্গিত দেন রিপাবলিকান এ প্রেসিডেন্ট।

“ইরানের উচিত ছিল আমি যে চুক্তিতে স্বাক্ষর করতে বলেছিলাম, সেখানে স্বাক্ষর করা। কী লজ্জা, কী পরিমাণ মানুষের জীবনের অপচয়। সহজ করে বলি, ইরান পারমাণবিক অস্ত্র পেতে পারে না। আমি বারবার এটা বলেছি।

সবারই উচিত দ্রুত তেহরান ছেড়ে চলে যাওয়া, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে ট্রাম্প এমনটাই বলেন।

জি৭ সম্মেলনে যোগ দিয়ে কানাডা থেকে হঠাৎ ওয়াশিংটনে ফিরে যাওয়ার পথে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালেও ইরানকে নিয়ে কড়া সুরই শোনা গেছে ট্রাম্পের কণ্ঠে।

তিনি বলেছেন, ইরানের পারমাণবিক সক্ষমতা পুরোপুরি বিলোপ করে দেওয়া প্রয়োজন।

ইরান-ইসরায়েল লড়াই কীভাবে বন্ধ করা পছন্দ করবেন সে বিষয়েও ট্রাম্পের বক্তব্য হচ্ছে, যুদ্ধবিরতি করে নয়, বরং ইরান পারমাণবিক কর্মসূচি পুরোপুরি পরিহার করলেই সংঘাতের প্রকৃত অবসান ঘটবে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *