ফেনীতে করোনা-ডেঙ্গু পরিস্থিতি স্থিতিশীল, স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান

Spread the love

ফেনী প্রতিনিধি।

২০২০ সালের মহামারী করোনা পরিস্থিতির পর নতুন করে সংক্রমিত হচ্ছে করোনা ভাইরাস। তবে ফেনী জেলায় করোনা ও ডেঙ্গু পরিস্থিতি বর্তমানে সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রাপ্ত সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে কোনো করোনা কিংবা ডেঙ্গু রোগী শনাক্ত হয়নি।

এদিকে, স্বাস্থ্য বিভাগ ও প্রশাসন প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে। করোনা প্রতিরোধে জনসাধারণকে ফের মাস্ক ও স্যানিটাইজার ব্যবহারসহ স্বাস্থ্যবিধি মেনে চলা এবং ডেঙ্গু প্রতিরোধে বাড়ির আশপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার আহবান জানিয়েছেন সিভিল সার্জন ডা. মো. রুবাইয়াত বিন করিম।

সিভিল সার্জন কার্যালয়ের ১৬ জুন প্রকাশিত প্রতিবেদনে দেখা যায়, জেলার ছয়টি উপজেলায় ফেনী সদর, দাগনভূঁইয়া, সোনাগাজী, ছাগলনাইয়া, পরশুরাম ও ফুলগাজীতে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত কিংবা আইসোলেশনে থাকা কোনো রোগী নেই। এছাড়া, করোনা সংক্রমণজনিত কোনো মৃত্যু কিংবা চিকিৎসাধীন রোগীরও তথ্য পাওয়া যায়নি।

একই সঙ্গে জেলার সব হাসপাতালে হোম কোয়ারেন্টাইন, প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন কিংবা করোনা আইসোলেশনে কোনো রোগী নেই বলে প্রতিবেদনে জানানো হয়। ফলে পুরো জেলাজুড়ে করোনা পরিস্থিতি এখন স্বস্তিদায়ক।

এদিকে ডেঙ্গু সংক্রমণের দিক থেকেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। জেলা স্বাস্থ্য বিভাগের ১৬ জুন প্রকাশিত ডেঙ্গু রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় কোনো নতুন ডেঙ্গু রোগী শনাক্ত হয়নি। চলতি বছর এ পর্যন্ত জেলায় মোট ৬ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন, যাদের সবাই বর্তমানে সুস্থ রয়েছেন। এ মাসে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা মাত্র ২ জন। বর্তমানে কোনো রোগী হাসপাতালে ভর্তি নেই।

স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, ডেঙ্গু পরীক্ষার জন্য জেলায় বর্তমানে ১৩০টি কিট মজুদ রয়েছে। প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হাসপাতালগুলোতে পর্যাপ্ত চিকিৎসা সরঞ্জাম ও প্রয়োজনীয় প্রস্তুতি রয়েছে।

এদিকে স্বাস্থ্য বিশেষজ্ঞরা নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। তারা বলেন, বর্তমান নিয়ন্ত্রণ মানেই শেষ নয়। বরং এখনই আরও বেশি সচেতন থাকা জরুরি।ফেনী জেলার এই পরিস্থিতি স্বস্তিদায়ক হলেও সংশ্লিষ্টরা মনে করছেন, সামান্য অবহেলাতেই পরিস্থিতি বদলে যেতে পারে। তাই জনসাধারণকে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

এ বিষয়ে ফেনী সিভিল সার্জন ডা. মো. রুবাইয়াত বিন করিম জানান, দেশব্যাপী করোনার বিস্তৃতি থাকলেও ফেনীতে এখন পর্যন্ত করোনার সংক্রমণ নেই। করোনা চিকিৎসা ফেনীতেই প্রথম শুরু হয়েছিল, আমরা এখন থেকেই সব উপজেলাতে আইসোলেশন সেন্টার প্রস্তুত রেখেছি। জেলা সদর হাসপাতালে আইসিইউগুলো প্রস্তুত রাখা হয়েছে। সর্বোপরি স্বাস্থ্যবিভাগ করোনা সংক্রমণ প্রতিরোধ ও চিকিৎসা সেবা দেয়ার জন্য প্রস্তুত রয়েছে।

তিনি জানান, এখন আবার সময় এসেছে নিয়মিত মাস্ক পরিধান করার। জনসমাগম এড়িয়ে চলা এবং নিয়মিত হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করা৷ সচেতনতাই পারে করোনা সংক্রমণব্যাধী নিয়ন্ত্রণ রাখতে।

জেলার ডেঙ্গু পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি বলেন, ডেঙ্গু পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে থাকলেও আমরা কোনো ঝুঁকি নিচ্ছি না। বর্ষা মৌসুমে ডেঙ্গুর ঝুঁকি বেড়ে যায়। তাই জেলা স্বাস্থ্য বিভাগ ও স্থানীয় প্রশাসন মাঠপর্যায়ে প্রস্তুতি নিয়েছে।জনসাধারণকে এ বিষয়েও সতর্ক থাকতে হবে, বসতবাড়ির আশপাশ নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং সবাইকে এ বিষয়ে সচেতন হতে হবে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *