ঐকমত্য কমিশনের বৈঠকে জামায়াত

Spread the love

নিউজ ডেস্ক:

ঐকমত্য কমিশনের সঙ্গে আজকের আলোচনায় অংশ নিতে ফরেন সার্ভিস একাডেমিতে গিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিনিধি দল।

বুধবার (১৮ জুন) সকালে দ্বিতীয় ধাপের সংলাপের মুলতবি অধিবেশনে যোগ দেন দলটির নেতারা।

এর আগে, মঙ্গলবার (১৭ জুন) জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপ ‘বয়কট’ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ফরেন সার্ভিস একাডেমিতে দ্বিতীয় ধাপের সংলাপের মুলতবি অধিবেশনে দলটির নেতারা যোগ দেননি।

যদিও জাতীয় ঐকমত্য কমিশনের একটি সূত্র বলছে, গতকালের বৈঠকে জামায়াত থাকবে না বিষয়টি দলটির পক্ষ থেকে জানানো হয়েছে। এদিকে কমিশনের পক্ষ থেকে দুই ঘণ্টা পরে হলেও তাদের যোগ দিতে অনুরোধ করা হয় বলে জানা গেছে।

জামায়াতের একটি সূত্র বলছে, লন্ডনে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকে তারা সাধুবাদ জানিয়েছে। কিন্তু যৌথ বিবৃতির মাধ্যমে নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণার মাধ্যমে তাদের ইগনোর করা হয়েছে, যা দৃষ্টিকটু। নির্বাচনের সম্ভাব্য সময় দেশে এসে ঘোষণা করলে ভালো হতো বলে মনে করেন তারা।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *