
নাটোর প্রতিনিধি।
নাটোরের গুরুদাসপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও নাটোর জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আহম্মদ আলী মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৭ জুন) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
বুধবার (১৮ জুন) রাতে বিষয়টি নিশ্চিত করেছে নাটোরের পুলিশ সুপার আমজাদ হোসাইন।
আহম্মদ আলী মোল্লা রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি ও নাটোর জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ।
পুলিশ সুপার আমজাদ হোসাইন জানান, গতকাল রাত সাড়ে ১২টার দিকে ঢাকার এয়ারপোর্ট এলাকা থেকে গুরুদাসপুর উপজেলার সাবেক চেয়ারম্যান আহম্মদ আলী মোল্লাকে গ্রেপ্তার করা হয়েছে। এখন তিনি ডিবি হেফাজতে রয়েছেন। তার বিরুদ্ধ ঢাকাতে মামলা রয়েছে। আইনগত প্রক্রিয়া চলমান । আগামীকাল তাকে আদালতে প্রেরণ করা হতে পারে। নাটোরে কয়টি মামলা রয়েছে সেগুলো খোঁজ নেওয়া হচ্ছে।