পাটগ্রামে পিকআপ-মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ১

Spread the love

লালমনিরহাট প্রতিনিধি।

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় পিকআপের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে অনিক মিয়া (২৫) নামে একজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও একজন।

শুক্রবার (২০ জুন) দুপুরে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের পাটগ্রাম পৌরসভার মির্জারকোট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তিনি ওই এলাকার একরামুল হকের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলে একজনকে সঙ্গে নিয়ে পাটগ্রাম শহরের দিকে যাচ্ছিলেন অনিক মিয়া। ঘটনাস্থলে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অনিকের মৃত্য হয়। মোটরসাইকেলে থাকা অপরজন ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা আহতকে দ্রুত উদ্ধার করে প্রথমে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। তবে আহত ব্যক্তির নাম জানা যায় নি।

বড়খাতা হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী বার্তা২৪.কমকে বলেন, ঘটনাস্থলে অনিক মিয়া নামে একজন নিহত হয়েছেন এবং অপর একজনকে আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *