
চুয়াডাঙ্গা প্রতিনিধি।
চুয়াডাঙ্গা শহরের ঝিনাইদহ বাসস্ট্যান্ড পাড়ার এতিমখানা রোড এলাকায় অভিযান চালিয়ে লিমন আলী (৪০) নামের একজনকে আটক করেছে সেনাবাহিনী। এসময় তার কাছ থেকে একটি ৯ এমএম পিস্তল, একটি গুলি এবং দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
শনিবার (২২ জুন) ভোর ৫টার দিকে চুয়াডাঙ্গা আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন সৌমিক আহমেদ অয়ন (৩৬ এডি)-এর নেতৃত্বে এ যৌথ অভিযান পরিচালনা করা হয়। আটক লিমন আলী চুয়াডাঙ্গা পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক বলে দলীয় সূত্রে জানা গেছে।
সেনা সূত্র জানায়, দীর্ঘদিন ধরেই লিমনের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত হয়ে শনিবার ভোরে অভিযান চালানো হয়। এসময় তার কাছ থেকে একটি ৯ এমএম বিদেশি পিস্তল, একটি অ্যামুনিশন, একটি অ্যান্ড্রয়েড ফোন, চারটি বাটন মোবাইল এবং ছয়টি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। দেশীয় অস্ত্রের মধ্যে রয়েছে চারটি চাইনিজ চাপাতি, একটি চাইনিজ ছুরি এবং একটি রামদা। অভিযান শেষে সেনাবাহিনী আটক লিমন আলীকে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান বলেন, ‘শনিবার ভোরে সেনাবাহিনী লিমন নামে একজনকে আটক করে আমাদের কাছে হস্তান্তর করেছে। অস্ত্রসহ তাকে আটকের বিষয়ে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে। আজই তাকে আদালতে সোপর্দ করা হবে।