
মাদারীপুর প্রতিনিধি।
মাদারীপুরের শিবচরে ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার (২১ জুন) আনুমানিক সাড়ে ৮ টার দিকে এই ঘটনা ঘটেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত মারুফ খান (৩২) নামের ওই যুবক ঢাকা থেকে পাঁচ্চর যাত্রী ছাউনিতে নামে। পরে যাত্রী ছাউনি সংলগ্ন ঢাকা-ভাঙা রেল লাইনের উপর বসেছিল।
এসময় ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশটি উদ্ধার করে। নিহত মারুফ খান শিবচর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের চরবাচামারা ফেলু হাজীকান্দি গ্রামের আমিনউদ্দীন খানের ছেলে।