
আন্তর্জাতিক ডেস্ক।
জাতিসংঘে রাশিয়ার স্থায়ী প্রতিনিধি ভ্যাসিলি নেবেনজিয়া বলেছেন, যেখানে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ) অন্যান্য দেশের তুলনায় ইরানের পারমাণবিক অবকাঠামো সবচেয়ে বেশি পরিদর্শন করেছে, সেখানে সমর্থনের পরিবর্তে তেহরানে বোমা হামলা করা হচ্ছে-যা অমানবিক।
ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার বিরুদ্ধে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক জরুরি অধিবেশনে তিনি এই মন্তব্য করেন। খবর রুশ বার্তা সংস্থা তাস’র
এই রুশ কুটনীতিক বলেন, ‘আমি আবারও বলতে চাই যে ইসরায়েল এখনও পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি (এনপিটি)-তে যোগ দেয়নি, তাই আইএইএ’র কোনও পূর্ণাঙ্গ পরিদর্শন ব্যবস্থা তাদের উপর প্রয়োগ করা হচ্ছে না। ইরান এখনও বিশ্বের সবচেয়ে বেশি আইএইএ পরিদর্শিত দেশ। এই মনোভাবকে সমর্থন করার পরিবর্তে দেশটির ভূখণ্ড ও বাসিন্দাদের উপর বোমা হামলা চালানো হচ্ছে।’
‘এই হামলা হচ্ছে সেই দেশের দ্বারা, যারা এনপিটি-তে স্বাক্ষর করতে সম্পূর্ণরূপে অস্বীকৃতি জানায়। এটি একটি অমানবিক এবং নিন্দনীয় পরিস্থিতি’-বলেন ভ্যাসিলি নেবেনজিয়া।