বিশ্বব্যাপী মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র

Spread the love

আন্তর্জাতিক ডেস্ক।

ইরানে মার্কিন সামরিক হামলার পর বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি করেছে দেশটির পররাষ্ট্র দপ্তর (স্টেট ডিপার্টমেন্ট)। সোমবার (২৩ জুন) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র আশঙ্কা করছে, ইরানে সামরিক অভিযানের প্রতিক্রিয়ায় বিশ্বের যেকোনো জায়গায় মার্কিন নাগরিক ও তাদের স্বার্থের বিরুদ্ধে বিক্ষোভ বা সহিংসতা ছড়িয়ে পড়তে পারে। এ প্রেক্ষাপটে বিশ্বজুড়ে অবস্থানরত মার্কিন নাগরিকদের প্রতি ‘বাড়তি সতর্কতা অবলম্বনের’ আহ্বান জানানো হয়েছে।

স্টেট ডিপার্টমেন্ট এক বিবৃতিতে বলেছে, “যুক্তরাষ্ট্রের নাগরিক ও স্বার্থের বিরুদ্ধে বিদেশে বিক্ষোভের সম্ভাবনা রয়েছে। তাই আমরা বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের নাগরিকদের বাড়তি সতর্কতা অবলম্বন করতে বলছি।”

বিশেষ করে, যেসব দেশে আগে থেকেই মার্কিনবিরোধী মনোভাব রয়েছে, সেসব অঞ্চলে সহিংসতা বা অস্থিরতা আরও বেড়ে যেতে পারে বলেও সতর্ক করেছে যুক্তরাষ্ট্র।

এই সতর্কতা এমন এক সময় জারি করা হলো যখন ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ধারাবাহিক হামলা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উত্তেজনা চরমে পৌঁছেছে। ঘটনাপ্রবাহের কারণে ভূ-রাজনৈতিক অস্থিরতা আরও বাড়তে পারে বলেও ধারণা করছেন পর্যবেক্ষকরা।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *