হারানো ৬৬টি মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে হস্তান্তর

Spread the love

রাজবাড়ী প্রতিনিধি।

রাজবাড়ীতে হারানো মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দিয়েছে জেলা পুলিশ। জেলার পাঁচটি থানায় সাধারণ ডায়েরির (জিডি) ভিত্তিতে উদ্ধার করা ৬৬টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়েছে।

শনিবার (২৮ জুন) দুপুরে রাজবাড়ী পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) শরীফ আল রাজীব।

 

তিনি জানান, রাজবাড়ী জেলা পুলিশের এলআইসি শাখার একটি চৌকস দল তথ্যপ্রযুক্তির সহায়তায় এসব মোবাইল ফোন শনাক্ত করে উদ্ধার করেছে। রাজবাড়ী সদর থানা ৩৩টি, গোয়ালন্দ ঘাট থানা ২টি, পাংশা মডেল থানা ১১টি, কালুখালী থানা ৫টি ও বালিয়াকান্দি থানা ১৫টিসহ মোট ৬৬টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার বলেন, “জেলা পুলিশ শুধু আইনশৃঙ্খলা রক্ষা নয়, সাইবার অপরাধ দমন ও জনগণের হারানো সম্পদ উদ্ধারেও কাজ করে যাচ্ছে। এলআইসি শাখা নিয়মিতভাবে মোবাইল উদ্ধার, বিকাশ প্রতারণা, ফেসবুক হ্যাকিংসহ প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে সক্রিয় ভূমিকা পালন করছে।”

 

মোবাইল ফিরে পাওয়া অনেকেই পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আমরা ভাবতেই পারিনি মোবাইল ফোন ফিরে পাবো। পুলিশের এমন উদ্যোগ আমাদের আস্থা আরও বাড়িয়েছে।”

প্রেস ব্রিফিংয়ে গোয়ালন্দঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রাকিবুল ইসলাম, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মফিজ উদ্দিন, রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহমুদুর রহমান উপস্থিত ছিলেন।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *