সায়েন্স ল্যাবে ধানমন্ডির আইডিয়াল শিক্ষার্থীদের সড়ক অবরোধ

Spread the love

স্টাফ করেসপন্ডেন্ট

সড়ক দুর্ঘটনায় সহপাঠীর মৃত্যুর ঘটনায় দায়ীদের শাস্তির দাবিতে ধানমন্ডির আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেছেন। এ সময় ওই সড়কে যানচলাচল বন্ধ হয়ে তীব্র যানজট সৃষ্টি হয়।

রোববার (২৯ জুন) দুপুরে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেন।

পুলিশ জানিয়েছে, মাসখানেক আগে আইডিয়াল কলেজের আরশাদ নামে এক শিক্ষার্থী বাংলামোটরে ট্রাকের ধাক্কায় মারা যান। ট্রাক চালককে গ্রেফতার করা হয়। চালক জামিন পেয়ে যান। এ কারণে বিক্ষুব্ধ হন শিক্ষার্থীরা। চালককে জামিনের প্রতিবাদ এবং ফের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দুপুর দেড়টার দিকে সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেন শিক্ষার্থীরা।

ধানমন্ডি থানার পেট্রোল ইন্সপেক্টর মোশারফ হোসেন সমকালকে বলেন, দুপুর সোয়া ২ টার দিকে শিক্ষার্থীদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দেওয়া হয়। তারা যে যার মতো চলে যান। এরপর যান চলাচল স্বাভাবিক হয়।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *