আবার সাংবাদিকতা ও লেখালেখির জগতে ফিরে যেতে চাই: প্রেস সচিব

Spread the love

নিউজ ডেস্ক, জনতারকথা।

অন্তর্বর্তী সরকারের প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, দায়িত্ব শেষ হয়ে গেলে পরবর্তী সময়ে কোনো রাজনৈতিক দলে যোগ দেবেন না তিনি। কোনো রাজনৈতিক দলের প্রতি তার মোহ নেই। তিনি আবার সাংবাদিকতা ও লেখালেখির জগতে ফিরে যেতে চান।

বুধবার (২ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি একথা বলেন।

ফেসবুকে তিনি লেখেন, আমার কিছু বই লেখার পরিকল্পনা আছে। আমি চাইলে সারা জীবন শুধু জুলাই অভ্যুত্থান নিয়েই লিখে কাটিয়ে দিতে পারি। আমি জীবনে কখনও এত স্বতঃস্ফূর্ত, সাহসী, প্রাণবন্ত ও বিস্তৃত রাজনৈতিক আন্দোলন দেখিনি।

শফিকুল আলম লেখেন, আমার অন্তর্বর্তীকালীন দায়িত্ব শেষ হওয়ার পর কী করবো, তা নিয়ে কিছু জল্পনা-কল্পনা চলছে। কিছু বন্ধু-বান্ধব আমাকে বলেছেন, আমি নাকি কোনো শীর্ষ রাজনৈতিক দল কিংবা সদ্য গঠিত কোনো নতুন দলে যোগ দিচ্ছি, প্রেস সেক্রেটারি হিসেবে দায়িত্ব শেষ করার পর। সত্যি বলতে, আমার কোনো রাজনৈতিক দলের প্রতি কোনো মোহ নেই আর এমপি বা বড় কোনো রাজনৈতিক নেতার জীবনযাপনেও আমার আগ্রহ নেই।

প্রেস সচিব লেখেন, সিঙ্গাপুর বা ইউরোপের মতো জায়গাগুলোর বিপরীতে, আমাদের দেশে রাজনৈতিক নেতৃত্ব সাধারণত কোনো আর্থিক নিশ্চয়তা দেয় না, যদি না আপনি দুর্নীতিগ্রস্ত হন।

তিনি আরও লেখেন, এই পরিবর্তনের পথে আমি কি নিরাপদ থাকবো? গত কয়েক মাসে আমি আওয়ামী লীগের কর্মীদের কাছ থেকে প্রচুর হুমকি পেয়েছি। তবে হতে পারে, এটা হচ্ছে কিছু হতাশাগ্রস্ত মানুষের চিৎকার, যারা জনগণের শেষ সমর্থনটুকুও হারিয়ে ফেলেছে। আমি সর্বশক্তিমান আল্লাহর প্রতি পূর্ণ আস্থা রাখি। তিনি আমাদের সৃষ্টি করেছেন এবং তার কাছেই আমাদের ফিরে যেতে হবে। আমি আশাবাদী।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *