ভিজিএফের কার্ড নিয়ে দ্বন্দ্ব, ছুরিকাঘাতে যুবক নিহত

Spread the love

স্পেশাল করেসপন্ডেন্ট।

কুষ্টিয়ার দৌলতপুরে ভিজিএফের কার্ড নিয়ে দ্বন্দ্বের জেরে ছুরিকাঘাতে আব্দুল আজিজ নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (২ জুলাই) রাত ১০টার দিকে উপজেলার মথুরাপুর স্কুল বাজারে এ ঘটনা ঘটেছে।

নিহত আব্দুল আজিজ (৩০) দৌলতপুর উপজেলার মথুরাপুর গ্রামের ইলু আলীর ছেলে। তিনি কৃষিকাজ করতেন। অভিযুক্ত পলাশ (২৮) কলেজপাড়া এলাকার রফিকুল আকরামের ছেলে। তারা দুজনই বিএনপি কর্মী হিসেবে এলাকায় পরিচিত।

স্থানীয়রা জানান, ভিজিএফের কার্ডের আবেদন করেছিলেন আব্দুল আজিজ। কিন্তু তার কার্ড হয়নি। কার্ডের ব্যবস্থা করে দেওয়ার জন্য আজিজের কাছে থেকে পলাশ ৫০০ টাকা নেন। কার্ড না হওয়ায় বুধবার রাতে পলাশের কাছে যান আজিজ এবং টাকা ফেরত চান। টাকা ফেরত না দেওয়ায় পলাশের সঙ্গে আজিজের বাগবিতণ্ডা হয়। এর কিছুক্ষণ পর পলাশ পরিকল্পিতভাবে আজিজের পেটে ছুরিকাঘাত করেন। এতে গুরুতর আহত হন আজিজ। পরে তাকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে দৌলতপুর উপজেলা বিএনপির নেতা ও স্থানীয় বাসিন্দা ফরজুল্লাহ বলেন, রাত আনুমানিক ১০টার দিকে মথুরাপুর স্কুল বাজারে আজিজকে ছুরিকাঘাত করে হত্যা করেছে পলাশ। ভিজিএফের কার্ড দেওয়ার কথা বলে আজিজের কাছ থেকে ৫০০ টাকা নিয়েছিল পলাশ। কিন্তু অনলাইনে চেক করে দেখা যায় আজিজের কার্ড হয়নি। এ নিয়ে আজিজের সঙ্গে পলাশের দ্বন্দ্ব ও বাগবিতণ্ডা হয়। পরে পলাশ ছুরি দিয়ে আজিজের পেটে আঘাত করে। এতে আজিজের মৃত্যু হয়। নিহত আজিজ ও অভিযুক্ত পলাশ স্থানীয় বিএনপির কর্মী।

এ বিষয়ে দৌলতপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব শহীদ সরকার মঙ্গল বলেন, আমি শুনেছি ভিজিএফের কার্ড নিয়ে দুপক্ষের দ্বন্দ্বে একজন নিহত হয়েছে। এখনো বিস্তারিত জানতে পারিনি। তাই এ বিষয়ে বিস্তারিত বলতে পারছি না।

এ নিয়ে কথা বলার জন্য নিহতের পরিবার ও অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তাদের পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করে দৌলতপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা বলেন, ভিজিএফের কার্ড নিয়ে দুপক্ষের দ্বন্দ্ব হয়। এর জের ধরে প্রতিপক্ষের হামলায় আব্দুল আজিজ নিহত হয়েছে। এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পুলিশ নিয়ে আমি ওই এলাকার আছি। এ ঘটনায় জড়িতদের আটক করতে আমরা কাজ করছি।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *