
স্টাফ করেসপন্ডেন্ট,চট্টগ্রাম।
চট্টগ্রামের পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নূরকে প্রত্যাহার করা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টির লাগাতার কর্মসূচির মুখে বুধবার (২ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে তাঁকে প্রত্যাহার করে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়।
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, উচ্চপর্যায়ের সিদ্ধান্তে ওসিকে প্রত্যাহার করা হয়েছে।
এর আগে সকালে ওসির অপসারণ ও শাস্তির দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে নেতা-কর্মীরা চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ার ইন্দ্রপুল এলাকায় টানা ৯ ঘণ্টা অবরোধ করে রাখেন। সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলা এই কর্মসূচিতে সড়কের দুই পাশে দীর্ঘ যানজট দেখা দেয়, ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।
একই দাবিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত নগরের জাকির হোসেন সড়কে ডিআইজির কার্যালয়ের সামনে অবস্থান নেন।
আন্দোলনের সূত্রপাত হয় মঙ্গলবার (১ জুলাই) রাতে পটিয়ার কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা থেকে ছাত্রলীগ কর্মী দীপঙ্কর দে (২৯)–কে আটকের ঘটনাকে কেন্দ্র করে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা তাঁকে নিষিদ্ধ সংগঠনের কর্মী দাবি করে থানায় সোপর্দ করেন। কিন্তু পুলিশ তাঁর বিরুদ্ধে কোনো মামলা না থাকায় গ্রেফতার করতে চায়নি। এ নিয়ে উত্তেজনা তৈরি হলে পুলিশ তাঁকে নিজেদের হেফাজতে নেয়।
পরে পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে ধস্তাধস্তি এবং লাঠিপেটার ঘটনা ঘটে। এতে ছাত্র আন্দোলনের কয়েকজন নেতা-কর্মী আহত হন।
অভিযোগ রয়েছে, থানার ভেতরে ঢুকে পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান আন্দোলনকারীরা।
পুলিশের দাবি, তাঁরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন অনুযায়ী ব্যবস্থা নেন।
সন্ধ্যার পর দুই পক্ষের আলোচনার ভিত্তিতে এবং ওসি প্রত্যাহারের আশ্বাসে অবরোধ কর্মসূচি স্থগিত করা হয়। তবে আন্দোলনকারীরা হুঁশিয়ারি দেন, চূড়ান্ত প্রত্যাহারের প্রমাণ না পেলে তাঁরা বৃহত্তর কর্মসূচিতে যাবেন।