
স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা।
রাজধানীর গ্রিন রোডে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে এক এইচএসসি পরীক্ষার্থী আহত হয়েছেন। তার নাম রিনা ত্রিপুরা (২০)। তিনি নর্থ সার্কুলার রোডের মেহেরুন্নিসা গার্লস স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী।
বৃহস্পতিবার (৩ জুলাই) ভোরে এই ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালে আহত রিনা ত্রিপুরার ভাই জুয়েল ত্রিপুরা জানান, তাদের বাড়ি বান্দরবানের থানচি উপজেলার বিদ্যামনি পাড়ায়। বাবার নাম অন্দ্রমনি ত্রিপুরা। রিনা রাজধানীর মেহেরুন্নিসা গার্লস স্কুল এন্ড কলেজ থেকে গত বছর এইচএসসি পরীক্ষা দিয়েছিলেন।
তবে তিনি আইসিটি বিষয়ে অকৃতকার্য হয়। চলতি এইচএসসি পরীক্ষায় ৭ জুলাই সেই সাবজেক্টে পুনরায় তার পরীক্ষা দেয়ার কথা। সেজন্য বান্দরবান থেকে বাসযোগে ভোরে ঢাকার এসে কলাবাগান এলাকায় নামেন।
সেখান থেকে রিকশাযোগে গ্রিন রোড এলাকায় কলেজের ছাত্রীনিবাসে ফিরছিলেন। ছাত্রীনিবাসের সামনে পৌঁছানোর পর ছিনতাইকারী তার রিকশাটির গতিরোধ করে তাকে ছুরিকাঘাত করে সঙ্গে থাকা ২টি ভ্যানিটি ব্যাগ ও ১ টি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে গেছে। পরে স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে যান।
তিনি জানান, রিনার মাথায় ও কাঁধে ধারাল অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। তার অবস্থা গুরুতর।
কলাবাগান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফজলে আশিক জানান, ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে।