তিনশো কেজি মাছসহ রিলাক্স বাস জব্দ করেছে বিএফডিসি

Spread the love

রাঙামাটি, করেসপন্ডেন্ট।

প্রাকৃতিক প্রজনন নিশ্চিতে রাঙামাটির কাপ্তাই হ্রদের চলমান মৎস্য আহরণ-বিপনন বন্ধকালীন সময়ে সংশ্লিষ্ট প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে যাত্রীবাহী বাসে করে পাচাঁরের সময় প্রায় তিনশো কেজি মাছসহ রিলাক্স পরিবহনের একটি বাস আটক করেছে বিএফডিসি কর্তৃপক্ষ।

বুধবার (২ জুলাই) দিবাগত রাতে রাঙামাটির মানিকছড়ি থেকে এই মাছভর্তি বাসটি আটক করা হয়েছে বলে জানিয়েছেন বিএফডিসির ডেপুটি ম্যানেজার মাসুদ আলম।

বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের ব্যবস্থাপক কমান্ডার মো: ফয়েজ আল করিম জানিয়েছেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে নৌ-পুলিশের সহায়তায় অভিযান পরিচালনা করে মানিকছড়ি চেকপোষ্টের একটু আগে ধাওয়া করে যাত্রীবাহী একটি বাসকে আটক করে তার ভেতরে বিশেষভাবে ট্যাংকভর্তি করে পাচাঁরের সময় তিনশো কেজি মাছ জব্দ করেছি। বাসটিসহ মাছগুলো আমরা নিয়ে এসেছি।

এই ঘটনার সাথে কে-বা কারা জড়িত সেটি আমরা খতিয়ে দেখছি। পরবর্তীতে মাছগুলো উম্মুক্ত নিলামের মাধ্যমে বিক্রি করে দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, কাপ্তাই হ্রদের মৎস্য সম্পদের প্রজনন নিশ্চিতে বর্তমানে হ্রদে সকল প্রকার মৎস্য আহরণ ও বিপনন বন্ধ রয়েছে।

পহেলা মে থেকে চলমান এই বন্ধকালীন সময়ে সর্বত্রই নজরদারি অব্যাহত রাখা হয়েছে। এতোবড়ো কাপ্তাই হ্রদের এই মৎস্য সম্পদ রক্ষায় স্থানীয় সচেতন জনসাধারণের সার্বিক সহযোগিতা কামনা করে কমান্ডার ফয়েজ আল করিম বলেন, অসাধু চক্রের বিরুদ্ধে স্থানীয় এগিয়ে আসতে হবে এবং বিএফডিসিকে তথ্য দিয়ে সহযোগিতা করবেন। তথ্য প্রদানকারীদের সার্বিক পরিচয় গোপন রাখা হবে বলেও জানিয়েছেন তিনি।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *