ঘূর্ণিঝড় রেমালের ১৩ মাস পর বরগুনায় ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন বিতরণ

বরগুনা, করেসপন্ডেন্ট।

ঘূর্ণিঝড় রেমালের তেরো মাস পর বরগুনা সদর উপজেলার ক্ষতিগ্রস্ত ৪৪০টি পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইয়াসমিন আরাফাত রানা এই ঢেউটিন ও ৫ হাজার টাকা করে আর্থিক সহায়তার চেক বিতরণ করেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বরগুনা পৌরসভা সহ সদর উপজেলার দশটি ইউনিয়ন এবং চারটি প্রতিষ্ঠানে এই ঢেউটিন বিতরণ করা হয়েছে।

ক্ষতিগ্রস্তরা জানান, দুর্যোগের পরপরই তালিকা প্রণয়নে স্বজনপ্রীতি ও দলীয় প্রভাবের কারণে জটিলতা সৃষ্টি হওয়ায় ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত ঢেউটিন বিতরণ স্থগিত ছিল।

বরগুনা সদর উপজেলা নির্বাহী অফিসার ইয়াসমিন আরাফাত রানা বলেন, দায়িত্ব গ্রহণের পর তিনি সরেজমিনে যাচাই-বাছাই করে প্রকৃত ক্ষতিগ্রস্তদের তালিকা করেন এবং দ্রুততম সময়ে তাদের মাঝে ঢেউটিন বিতরণের ব্যবস্থা করেন।

কেওড়াবুনিয়া ইউনিয়নের প্রতিবন্ধী লিটন জানান, ঢেউটিন পাওয়ায় এ বছর তাকে আর বৃষ্টিতে ভিজতে হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *