
ঠাকুরগাঁও করেসপন্ডেন্ট।
আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারীর প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনকে সামনে রেখে ঠাকুরগাঁও জেলার ১, ২ ও ৩ আসনে রাজনৈতিক দলগুলোর তৎপরতা বেড়েছে। বিএনপি, জামায়াত, গণ অধিকার পরিষদসহ অন্যান্য দলগুলো সংগঠন গোছানোর পাশাপাশি ভোটের মাঠও প্রস্তুত করছে।
ঠাকুরগাঁও-৩ আসনে গণ অধিকার পরিষদের জেলার সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুস সোবহান নির্বাচনী এলাকায় মিছিল, শোডাউন ও পোস্টারিংয়ের মাধ্যমে নিজের প্রার্থিতার জানান দিচ্ছেন। এই আসনে বিএনপি নেতা ও সাবেক সংসদ সদস্য মো. জাহিদুল ইসলাম এবং জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য হাফিজ উদ্দিনও নির্বাচন করবেন বলে শোনা যাচ্ছে। এছাড়া জামায়াতে ইসলামী তাদের বর্ষীয়ান নেতা মিজানুর রহমানকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছে।
১৯৭৮ সালের ৩০ জুন জন্মগ্রহন করা অধ্যাপক আব্দুস সোবহানের বাবা মৃত বদির উদ্দিন ছিলেন একজন কৃষক। ১০ ভাই বোনের মধ্যে সর্বকনিষ্ঠ সোবহান শিক্ষকতা পেশায় দেড় যুগের বেশি সময় ধরে যুক্ত আছেন।
অধ্যাপক আব্দুস সোবহান বলেন, “আগামীর বাংলাদেশ হবে তরুণনির্ভর। জনগণও চায় তরুণদের হাতে নেতৃত্ব থাকুক। তাই জনগণের আকাঙ্খা পূরণে আমি নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি। একঝাঁক শিক্ষিত তরুণ ও ছাত্রছাত্রী আমাকে সহযোগিতা করছে। আশা করি, তরুণদের প্রতিনিধিত্ব করার সুযোগ পেলে সমাজ থেকে বৈষম্য দূর হবে।”
উল্লেখ্য, ঠাকুরগাঁও-৩ আসনটি রাণীশংকৈল ও পীরগঞ্জ উপজেলা নিয়ে গঠিত। নির্বাচন অফিসের তথ্য অনুযায়ী, এই আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৪৪ হাজার ৩৬০। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৬৯ হাজার ৩৯০ এবং পুরুষ ভোটার ১ লাখ ৭৪ হাজার ৯৭০। সংখ্যালঘু ভোটারের সংখ্যা ৫৩ হাজার ৫৭৬।