ইস্টার্ন ইউনিভার্সিটি ও ড্যাফোডিল রেসপন্স সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

Spread the love

নিউজ ডেস্ক, জনতারকথা।

প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি ও ব্র্যান্ডিং জোরদার করতে ইস্টার্ন ইউনিভার্সিটি ও ড্যাফোডিল রেসপন্স সেন্টারের (ডিআরসি) মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওএ) স্বাক্ষরিত হয়েছে।

গতকাল মঙ্গলবার (১ জুলাই) ইস্টার্ন ইউনিভার্সিটির পক্ষে ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. ফরিদ আহমদ সোবহানী এবং ড্যাফোডিল ফ্যামিলির চিফ এক্সিকিউটিভ অফিসার ড. মোহাম্মদ নুরুজ্জামান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন।

এই চুক্তির মাধ্যমে সংশ্লিষ্ট কর্মকর্তাদের পেশাগত সম্পৃক্ততা ও দক্ষতা বাড়বে বলে আশা করা যাচ্ছে। এর ফলে প্রাতিষ্ঠানিক সক্ষমতা আরও বাড়বে। পাশাপাশি, মানসম্পন্ন শিক্ষার্থী ভর্তি, অধিকতর ক্ষমতায়ন এবং উভয় প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা আরও সুদৃঢ় হবে।

অনুষ্ঠানে ইস্টার্ন ইউনিভার্সিটির রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারপারসন, প্রশাসনিক বিভাগগুলোর শাখা প্রধান এবং ডিআরসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই চুক্তি উভয় প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদি ও কার্যকর অংশীদারত্বের সূচনা করবে এবং টেকসই সাফল্যের পথ প্রশস্ত করবে বলে মনে করা হচ্ছে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *