
স্টাফ করেসপন্ডেন্ট, চট্টগ্রাম।
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে হজ ফ্লাইটের একটি উড়োজাহাজ যান্ত্রিক ত্রুটির কারণে রানওয়েতে আটকে পড়ে। এতে প্রায় দুই ঘণ্টা বিমানবন্দরের রানওয়ে বন্ধ ছিল।
শনিবার (৫ জুলাই) সকাল ৯টা ৩০ মিনিটে মদিনা থেকে হজযাত্রী নিয়ে চট্টগ্রামে পৌঁছায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট বিজি-১৩৮। ফ্লাইটটি রানওয়ে-২৩ প্রান্তে পৌঁছানোর পর যান্ত্রিক সমস্যার কারণে সেখানেই আটকে পড়ে।
পরে ত্রুটি সারিয়ে সকাল ১১টা ২০ মিনিটে উড়োজাহাজটিকে নিরাপদে রানওয়ে থেকে সরিয়ে এপ্রোনে নেওয়া হয়।
বিষয়টি বার্তা২৪.কম-কে নিশ্চিত করেন শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহিম খলিল। তিনি বলেন,
যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি রানওয়ের এক প্রান্তে আটকে পড়েছিল। ত্রুটি সারিয়ে বিমানটিকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। এ সময় রানওয়ে সাময়িকভাবে বন্ধ থাকলেও বর্তমানে বিমানবন্দরের কার্যক্রম স্বাভাবিক রয়েছে।