ফেসবুকে অস্ত্র প্রদর্শনের ভিডিও, গ্রেফতার ৪

Spread the love

স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে অস্ত্র প্রদর্শন ও ফাঁকা গুলি ছুড়তে দেখা যায় এক তরুণকে। এভাবে অস্ত্র প্রদর্শন করে একাধিক অস্ত্র ফেসবুকে ছাড়েন এই তরুণ। এবার সেই অস্ত্র ব্যবহার করে ডাকাতির প্রস্তুতির সময়ে সহযোগীসহ গ্রেফতার হলেন র‍্যাবের হাতে।

অস্ত্র প্রদর্শন করে আলোচিত তরুণ মোহাম্মদপুরের মো. মোশারফ হোসেন ওরফে আলভি (২৩)। অন্যরা হলো- মো. হৃদয় (৩১), মো. ইলিয়াস হাজী (২০) ও মো. আকাশ হাওলাদার (১৬)।

গত বৃহস্পতিবার (৪ জুলাই) রাতে মোহাম্মদপুর থানাধীন ৪০ ফিট এলাকায় এ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

শনিবার (৫ জুলাই) সকালে র‍্যাব-২ এর সহকারী পরিচালক (এএসপি) খান আসিফ তপু এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, র‍্যাব-২ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে একটি সংঘবদ্ধ ডাকাত চক্র ওই এলাকায় ডাকাতির পরিকল্পনায় অবস্থান করছে। অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে আলভি ও তিন সহযোগীকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরি সামুরাই উদ্ধার করা হয়েছে।

র‌্যাব জানায়, অভিযানের সময় র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের আরও ৪-৫ সদস্য পালিয়ে যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানায়, তারা সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য এবং দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল।

গ্রেফতার মো. মোশারফ হোসেন ওরফে আলভি সম্প্রতি একটি ভিডিওতে প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়, যা স্থানীয়দের মধ্যে আতঙ্কের সৃষ্টি করে।

আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছে র‌্যাব-২।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *