মিরপুরে লাশবাহী অ্যাম্বুলেন্স ডাকাত দলের এক সদস্য আটক

Spread the love

 মিরপুর, কুষ্টিয়া,করেসপন্ডেন্ট ।

মিরপুরে বহুল আলোচিত লাশবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতির ঘটনায় জড়িত আরো এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৪ জুলাই) রাতে কুষ্টিয়ার মিরপুর উপজেলার ছাতিয়ান ইউনিয়নের কালিতলা বাজার এলাকা থেকে সিরাজুল ইসলাম ওরফে সিরাজ (৪২) নামে এই অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়। তিনি ছাতিয়ান উত্তর পাড়ার খাকচার মণ্ডলের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, ছাতিয়ানসহ আশপাশ এলাকায় গত কিছুদিন ধরে ডাকাতি, ছিনতাই এবং দস্যুতার মতো অপরাধের ঘটনা বেড়ে যায়। এসব অপরাধে জড়িতদের সনাক্তে মিরপুর থানা পুলিশের একটি বিশেষ টিম তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত শুরু করে। তদন্তে উঠে আসে সিরাজুলের নাম, যিনি এই ঘটনার অন্যতম পরিকল্পনাকারী বলে ধারণা করা হচ্ছে।

পুলিশের একটি বিশ্বস্ত সূত্র জানায়, আসামি সিরাজ দীর্ঘদিন ধরে এলাকায় অবৈধ জুয়ার আসর পরিচালনা করতেন এবং সেখান থেকেই গড়ে তোলেন ডাকাতি চক্র। চক্রটি জুয়া শেষে বিভিন্ন স্থানে দস্যুতা ও ডাকাতি চালিয়ে আসছিল। তার বিরুদ্ধে এর আগেও ডাকাতি ও মারামারির একাধিক মামলা রয়েছে। এ ছাড়াও রয়েছে লুটপাটের অভিযোগ।

পুলিশ জানায়, আসামিকে ধরতে এক মাসেরও বেশি সময় ধরে নজরদারি চালানো হচ্ছিল। চতুরতার সঙ্গে এক জায়গা থেকে আরেক জায়গায় পালিয়ে বেড়ানোয় তাকে ধরতে বেগ পেতে হয়। তবে শেষ পর্যন্ত মিরপুর থানা পুলিশের একটি চৌকস দল আসামির সঙ্গে বন্ধুত্ব করে তথ্য সংগ্রহ করে। এক পর্যায়ে ৪ জুলাই রাতে কালিতলা বাজারের এক দোকানে অবস্থানকালে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুমিনুল ইসলাম বলেন, “লাশবাহী অ্যাম্বুলেন্সে দস্যুতার ঘটনায় গ্রেপ্তারকৃত সিরাজকে আদালতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে রিমান্ড আবেদন করা হবে। এছাড়াও অপর আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”

উল্লেখ্য, সম্প্রতি মিরপুর এলাকায় লাশবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতির মতো অমানবিক ও চাঞ্চল্যকর ঘটনাটি স্থানীয়ভাবে ব্যাপক আলোড়ন তোলে। এই ঘটনায় পুলিশের তৎপরতা ও গোয়েন্দা নজরদারি আরও বাড়ানো হয়েছে।

 


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *