
আন্তর্জাতিক ডেস্ক।
হুতি বিদ্রোহীদের লক্ষ্যবস্তু বানিয়ে ইয়েমেনের তিনটি বন্দর এবং একটি বিদ্যুৎ কেন্দ্রে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল। গত এক মাসের মধ্যে নতুন করে হামলা চালানোর কথা জানালো দেশটির সেনাবাহিনী। খবর রয়টার্স
সোমবার (৭ জুলাই) ইসরায়েল সেনাবাহিনী জানিয়েছে, তেল আবিবে বার বার হুতিদের হামলার কারণে ইয়েমেনের হোদেইদাহ, রাস ইসা ও সালিফ বন্দরসহ রাস কান্তিব বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালানো হয়েছে।
২০২৩ সালের অক্টোবর মাসে গাজায় যুদ্ধ শুরুর পর থেকে ইরান–সমর্থিত ইয়েমেনি সশস্ত্র গোষ্ঠী হুতি ইসরায়েল ও লোহিত সাগরের জাহাজে হামলা চালিয়ে আসছে। এ কারণে বিশ্ববাণিজ্যে ব্যাঘাত ঘটছে। হুতি বলছে, ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতেই এসব হামলা করা হয়েছে।
ইসরায়েলি সেনাবাহিনী জানায়, ইয়েমেনের রাস ইসা বন্দরে ‘গ্যালাক্সি লিডার’ নামের একটি জাহাজেও হামলা চালানো হয়েছে। ২০২৩ সালের শেষ দিকে হুতিরা জাহাজটি দখল করেছিল।
‘এই জাহাজটিতে হুতিরা একটি রাডার সুবিধা যুক্ত করে এর মাধ্যমে আন্তর্জাতিক সমুদ্র সীমায় চলাচলকারী জাহাজের গতিবিধি ওপর নজর রাখার পাশাপাশি তাদের কার্যক্রম প্রচারের মাধ্যম হিসেবে ব্যবহার করত।’
এদিকে হামলার পর হুতিদের একজন মুখপাত্র বলেন, স্থানীয়ভাবে তৈরি ক্ষেপণাস্ত্র ব্যবহার করে তাদের বিমান প্রতিরক্ষাব্যবস্থা ইসরায়েলি হামলা প্রতিহত করেছে।
হুতিনিয়ন্ত্রিত আল-মাসিরা টিভি জানিয়েছে, ইসরায়েল হোদেইদাহয়ে একের পর এক হামলা চালিয়েছে। এর ঠিক আগে ইসরায়েলি সামরিক বাহিনী ইয়েমেনের তিনটি বন্দর থেকে লোকজনকে সরিয়ে নেয়ার জন্য সতর্কবার্তা জারি করেছিল।