বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিতীয় দফা শুল্ক আলোচনা আজ

Spread the love

নিউজ ডেস্ক, জনতারকথা।

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারস্পরিক শুল্ক চুক্তি (অ্যাগ্রিমেন্ট অন রিসিপ্রোকাল ট্যারিফ) নিয়ে দ্বিতীয় দফার আলোচনা বুধবার (৯ জুলাই) শুরু হবে। বুধবার থেকে শুরু হয়ে শুক্রবার (১১ জুলাই) পর্যন্ত ওয়াশিংটনে এ আলোচনা হবে। ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ (ইউএসটিআর) দফতর এ আলোচনায় অংশগ্রহণের জন্য বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছে।

বুধবার (৯ জুলাই) প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।

এর আগে ৭ জুলাই প্রেসিডেন্ট ট্রাম্প ১৪টি দেশের নেতাদের কাছে পাঠানো চিঠির পর বাংলাদেশই প্রথম দেশগুলোর একটি, যারা আলোচনায় পুনরায় অংশ নিচ্ছে।

প্রেস সচিব শফিকুল আলম জানান, বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি ওয়াশিংটন ডিসিতে উপস্থিত থেকে আলোচনায় অংশ নেবেন, আর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান ঢাকা থেকে ভার্চুয়ালি যোগ দেবেন। বাণিজ্য সচিব ও একজন অতিরিক্ত সচিবসহ সিনিয়র কর্মকর্তারা আলোচনায় যোগ দিতে ওয়াশিংটন ডিসিতে পৌঁছেছেন।

বাংলাদেশ আশা করছে, ২৭ জুন অনুষ্ঠিত প্রথম দফার ফলপ্রসূ আলোচনার ভিত্তিতে অগ্রগতি আরও এগিয়ে নিয়ে গিয়ে দ্রুত চুক্তিটি সম্পন্ন করা যাবে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *