
স্টাফ করেসপন্ডেন্ট।
কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের মিটন গ্রামে ছাত্রদল নেতা অনিক ও তার সহযোগীদের হাতে নিহত জমির উদ্দিন হত্যাকাণ্ডের বিচারের দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে নিহতের পরিবার ও এলাকাবাসী।
সোমবার (৭ জুলাই) সকালে মিটন বাজারে আয়োজিত মানববন্ধনে নিহতের স্বজন ও গ্রামবাসীরা অংশগ্রহণ করেন। বক্তারা এ সময় বলেন, “জমির উদ্দিনকে পরিকল্পিতভাবে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করা হয়েছে। অথচ এখন উল্টো আসামি পক্ষ নিজেদের ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাটের অভিযোগ এনে দুটি মিথ্যা মামলা দায়ের করেছে।”
সংবাদ সম্মেলনে নিহতের পরিবার দাবি করে, “আসামি পক্ষ নিজেরাই তাদের মালামাল সরিয়ে নিচ্ছে, অথচ তা ভাঙচুর ও লুটপাট বলে চালানোর চেষ্টা করছে। এসব অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।” এ বিষয়ে তাদের কাছে প্রশাসনের সামনে উপস্থাপনযোগ্য ভিডিও ফুটেজ ও সাক্ষ্য-প্রমাণ রয়েছে বলেও জানানো হয়।
নিহতের পরিবারের পক্ষ থেকে মামলাগুলো দ্রুত তদন্ত করে মিথ্যা মামলা প্রত্যাহার ও প্রকৃত হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। বক্তারা আরো বলেন, “অনিক ও তার সহযোগীরা প্রকাশ্যে দিবালোকে এমন নির্মম হত্যাকাণ্ড ঘটিয়ে এখন নিজেদের নির্যাতিত সাজানোর অপচেষ্টা করছে। আমরা এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করছি।”
উল্লেখ্য, গত ৩০ জুন দুপুরে পূর্ব শত্রুতার জেরে মিটন গ্রামে জমির উদ্দিনকে মারধর করে গুরুতর আহত করে ছাত্রদল নেতা অনিক ও তার দলবল। পরে চিকিৎসাধীন অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়। ঘটনার পর পরই পুলিশ অভিযান চালিয়ে ওইদিন রাতেই তিনজন আসামিকে গ্রেপ্তার করে।
এলাকাবাসীর দাবি, সঠিক তদন্ত ও নিরপেক্ষ বিচারই পারে এই হত্যাকাণ্ডের যথার্থ প্রতিকার নিশ্চিত করতে।