ফেনীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ালো বিজিবি

Spread the love

ফেনী, করেসপন্ডেন্ট।

ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) উদ্যোগে বুধবার (৯ জুলাই) পরশুরাম উপজেলার চিতলিয়া ইউনিয়নের মধ্যম ধনীকুন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০ জন মানুষকে ২০০ প্যাকেট খাবার বিতরণ করা হয়েছে।

কুমিল্লা সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মো. রেজাউল কবির, পিজিবিএম এর উপস্থিতিতে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়।

খাবারের প্যাকেটে ছিল ডিম ভূনা, সবজি, ডাল, খিচুড়ি এবং সীমান্তের পানি। এছাড়া, এ সময় ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন, ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার এডি মোহাম্মদ নজরুল ইসলাম, পরশুরাম ও গুথুমা বিওপি কমান্ডার, ওসি, পরশুরাম থানা, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ফেনী জেলায় গত কয়েকদিনের ভারী বর্ষণে দুই উপজেলার প্রায় ১৪টি পয়েন্টে বাঁধ ভেঙে নদীর পানি প্রবেশ করায় আশেপাশের এলাকাগুলি প্লাবিত হয়েছে। এ অবস্থায়, ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) স্থানীয় জনগণের পাশে দাঁড়িয়ে তাদের সহায়তায় তৎপর রয়েছে। বিজিবি কর্তৃপক্ষ জানায়, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ রোধসহ যেকোনো প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত জনসাধারণের সহায়তায় তারা কাজ করছে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *