গুরুতর অসুস্থ লঞ্চযাত্রীকে দ্রুত চিকিৎসাসেবা দিলো কোস্ট গার্ড

Spread the love

স্পেশাল করেসপন্ডেন্ট।

যাত্রীবাহী লঞ্চে গুরুতর অসুস্থ ব্যক্তিকে প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা প্রদান করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

আজ শুক্রবার (১১ জুলাই) সকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।

তিনি বলেন, বৃহস্পতিবার (১০ জুলাই) মোহাম্মদ সাইফুল ইসলাম তার ছেলে মো. রাফির (১৩) উন্নত চিকিৎসার জন্য বরিশাল হতে ঢাকাগামী লঞ্চ দোয়েল পাখি-১০ এ করে ঢাকার উদ্দেশ্যে রওনা হন। লঞ্চটি বিকাল সাড়ে ৪ টায় চাঁদপুর হরিনা ফেরিঘাট সংলগ্ন এলাকায় পৌঁছালে রোগীর অবস্থা আরও অবনতি হয়।

উক্ত বিষয়টি লঞ্চ কর্তৃপক্ষ কোস্ট গার্ডকে অবহিত করলে তৎক্ষণাৎ কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর হতে একটি মেডিক্যাল টিম উক্ত স্থানে গমন করে এবং অসুস্থ ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা প্রদান করে। পরবর্তীতে হাই স্পিড বোট যোগে লঞ্চ হতে অতি দ্রুত চাঁদপুর প্রেসক্লাব ঘাটে নিয়ে যাওয়া হয়।

পরে উন্নত চিকিৎসার জন্য কোস্ট গার্ডের গাড়িতে চাঁদপুর সদর হাসপাতালে পৌঁছে দেওয়া হয় ও কোস্ট গার্ড কর্তৃক তার উন্নত চিকিৎসা নিশ্চিত করা হয়।

বর্তমানে রোগী চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি মানবিক কর্মকাণ্ডও নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জনগণের সেবায় কোস্ট গার্ড সর্বদা নিয়োজিত ছিল এবং ভবিষ্যতেও এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে। উপকূলীয় অঞ্চলে যেকোনো জরুরি প্রয়োজনে কোস্ট গার্ড এর জরুরি সেবা নিতে হলে কল করুন ১৬১১১ নম্বরে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *