পাগলও বোঝে কারা ক্ষমতায় যাবে: দুদু

Spread the love

নিউজ ডেস্ক, জনতারকথা।

আগামী দিন কারা ক্ষমতায় যাবে তা পাগলও বোঝে। এমন মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, গণতন্ত্র ছাড়া বাংলাদেশকে রক্ষা করা যাবে না, মানুষের অধিকার প্রতিষ্ঠিত করা যাবে না।

২০১১ সালে বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে জয়নুল আবেদীন ফারুকসহ বিএনপির জনপ্রতিনিধিদের ওপর পুলিশি হামলার বিচারের দাবিতে শুক্রবার (১১ জুলাই) জাতীয় প্রেসক্লাব অডিটোরিয়ামে তিনি এসব কথা বলেন।

দুদু এ সময় বলেন, ‌‘যে দিন জয়নুল আবদীন ফারুকের ওপর হামলা হয়েছিল সেদিন থেকেই হাসিনার পতন শুরু হয়ে গিয়েছিল। জনগণের মাইর কেমন সেটা শেখ পরিবার খুবই ভালো করে জানে।’


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *