
আন্তর্জাতিক ডেস্ক।
প্রথমবারের মতো ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রকাশ্যে বলেছেন, ‘ইসরায়েল গাজায় চলমান যুদ্ধ শেষ করতে চায়। তবে তা ইসরায়েলের শর্ত অনুযায়ীই হতে হবে।’
ইসরায়েল ও অধিকৃত পশ্চিম তীরে তাদের রিপোর্টিং নিষিদ্ধ থাকায় জর্ডান থেকে এই খবর সংগ্রহ করেছে আল জাজিরা।
ওয়াশিংটনে এক বক্তব্যে নেতানিয়াহু জানান, ইসরায়েল ৬০ দিনের জন্য একটি অস্থায়ী যুদ্ধবিরতিতে যেতে রাজি। এই সময়ে হামাসের সঙ্গে স্থায়ী যুদ্ধবিরতির বিষয়ে আলোচনা শুরু হতে পারে।
তবে এই যুদ্ধ পুরোপুরি বন্ধ করতে ইসরায়েলের তিনটি প্রধান শর্ত রয়েছে:
১. হামাসকে পুরোপুরি অস্ত্র জমা দিয়ে নিরস্ত্র হতে হবে।
২. হামাসকে সামরিক ও রাজনৈতিকভাবে ভেঙে দিতে হবে।
৩. ভবিষ্যতে হামাসের কোনো ভূমিকাই থাকবে না, তাদের সম্পূর্ণভাবে গাজা থেকে বিদায় নিতে হবে।
নেতানিয়াহু স্পষ্ট করে বলেন, ‘এই ৬০ দিনের মধ্যে কূটনৈতিকভাবে যদি ইসরায়েলের লক্ষ্য পূরণ না হয়, তাহলে তারা আবারও যুদ্ধ শুরু করবে।’ তিনি বলেন, যেকোনো ভাবে আমরা আমাদের লক্ষ্য অর্জন করব।