
অনলাইন ডেস্ক, জনতারকথা।
সারা দেশে বিশেষ অভিযানে ১০৫৭ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৩ জুলাই) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ১০৫৭ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
ইনামুল হক সাগর আরও জানান, অন্যান্য ঘটনায় ৫১১ জন। মোট গ্রেপ্তার করা হয়েছে ১৫৬৮ জনকে। অভিযানিক কার্যক্রমে উদ্ধার করা হয়েছে দেশীয় লোহার ওয়ান শুটারগান ১টি।