তিন ঘণ্টা পর ঢাকা-উত্তরবঙ্গ ট্রেন চলাচল স্বাভাবিক

Spread the love

গাজিপুর, করেসপন্ডেন্ট।

গাজীপুরের কালিয়াকৈরের সোনাখালি রেলক্রসিংয়ে ধানবোঝাই ট্রাক আটকে গেছে। এতে উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। তিন ঘণ্টা পর ট্রাকটি সরিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়।

সোমবার (১৪ জুলাই) সকাল ৮ টার দিকে ট্রাকটি রেলক্রসিংয়ে আটকে যায়। বেলা ১১টার দিকে ট্রাকটি সরানো হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন জয়দেবপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আবুল খায়ের চৌধুরী।

এলাকাবাসী ও রেলওয়ে সূত্রে জানা যায়, সোমবার সকালে কালিয়াকৈর-ধামরাই আঞ্চলিক রুটের সোনাখালি রেলক্রসিং পার হওয়ার সময় একটি ট্রাক আটকে যায়। পরে চালক স্থানীয়দের সহায়তায় চেষ্টা করেও ট্রাকটি সরাতে পারেনি। মূলত রেলক্রসিং এর সামনে বেশ কয়েকটি বড়বড় গর্তের সৃষ্টি হয়েছে। ওই গর্তেই ট্রাকটি আটকে গেছে৷ এরপর থেকেই ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে ট্রাক থেকে ধানের বস্তা নামিয়ে ট্রাকটি সরানো হয়। এরপরে ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

জয়দেবপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আবুল খায়ের চৌধুরী বলেন, মির্জাপুর সীমানায় সোনাখালি রেলক্রসিংয়ে একটি ট্রাক আটকে যায়। যার ফলে ওইপাশ থেকে ট্রেন আসতে পারছিল না। ট্রাকটি সরানোর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *