গুলিস্তান-আজিমপুরে বাস পোড়ানোর ভিডিও দুটি পুরোনো: ডিএমপি

Spread the love

স্টাফ করেসপন্ডেন্ট,জনতারকথা।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) জানিয়েছে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের হরতালের সমর্থনে রাজধানীর গুলিস্তান ও আজিমপুরে কোনও বাস পোড়ানো হয়নি। এ সংক্রান্ত কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু গণমাধ্যমে প্রচারিত হয়েছে যা মিথ্যা।

রোববার (২০ জুলাই) ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের ডিসি মুহাম্মদ তালেবুর রহমান প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর গুলিস্তান ও আজিমপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হরতালের সমর্থনে বাস পোড়ানো সংক্রান্ত কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু গণমাধ্যমে প্রচারিত হয়েছে। মূলত ওই ভিডিও দুটি অনেক পুরনো এবং কে বা কারা উদ্দেশ্যমূলকভাবে আজকের ভিডিও বলে প্রচার করছে। এসব জায়গায় এরকম কোনও ঘটনা ঘটেনি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি একেবারেই স্বাভাবিক রয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মানুষের মনে অহেতুক ভীতি ও আতংক সৃষ্টির অপচেষ্টা হিসেবে একটি কুচক্রী মহল এসব পুরনো ভিডিও ও ছবি প্রকাশ করে নিজেদের অস্তিত্ব জানান দেওয়ার চেষ্টা করছে। যে কোনও ধরনের সহিংসতা ও আইনশৃঙ্খলা বিনষ্টকারী কর্মকাণ্ড প্রতিরোধে ঢাকা মেট্রোপলিটন পুলিশ তৎপর রয়েছে। কুচক্রী মহল কর্তৃক এসব অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য নগরবাসীদের অনুরোধ জানায় ডিএমপি।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *