
স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা।
উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঁচ শিক্ষার্থীসহ এক শিক্ষিকার মৃত্যু হয়েছে। এই নিয়ে জাতীয় বার্নে ও ঢাকা মেডিকেলে মৃত্যুর সংখ্যা ১১ তে দাঁড়াল।
মঙ্গলবার (২২ জুলাই) সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান এ তথ্য জানিয়েছেন।
তারা হলেন, এ্যারিকসন (১৩), আয়মান (১৩), নাজিয়া (১৩) শায়ান ইউসুফ (১৪) ও বাপ্পি (৯) ও শিক্ষিকা মাসুকা (৩৭।)
অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান বলেন, গত সোমবার রাত থেকে ১২ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত মোট ২৭ জন মারা গেছে। এর মধ্যে ২৫ জনই শিশু। বাকি দুইজনের মধ্যে একজন পাইলট ও অপরজন শিক্ষিকা।
তিনি বলেন, মোট ২০ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এখনও ৬ জনের মরদেহ শনাক্ত করা যায়নি। উত্তরা আধুনিক হাসপাতালে একজনের দেহাবশেষ রয়েছে। শনাক্ত করার জন্য ডিএনএ স্যাম্পল নেওয়া হতে পারে।