
কুষ্টিয়া অফিস।
কুষ্টিয়ার মিরপুরে নাশকতা মামলায় উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের দুই নেতাসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। ৪ আগস্ট সোমবার দিবাগত রাতে মিরপুর উপজেলার আদর্শপাড়া ও বহলবাড়ীয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন মিরপুর উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক বিএম জুবায়ের রিগান (৪৪) এবং বহলবাড়ীয়া ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলাউল হোসেন (৪৭)। পুলিশ জানায়, তারা চলতি বছরের ৫ এপ্রিলের একটি নাশকতা মামলার সন্দেহভাজন আসামি ছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, ৫ এপ্রিল রাতে মিরপুরের চুনিয়াপাড়া ঈদগাহ ময়দানে কিছু আওয়ামী লীগ নেতাকর্মী রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের উদ্দেশ্যে বৈঠক করছিলেন বলে অভিযোগ উঠে। এসময় স্থানীয় এক বিএনপি কর্মী মিরাজুল ইসলাম নিজ বাড়িতে ফেরার পথে বৈঠকস্থলের পাশ দিয়ে যাওয়ার সময় তার মোটরসাইকেলের হেডলাইট ভাঙচুর করা হয়।
মিরাজুল থানা পুলিশে ফোন দিলে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে বৈঠকে থাকা অনেকে পালিয়ে গেলেও ছয়জনকে ঘটনাস্থল থেকেই গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে দেশীয় অস্ত্রসহ রামদা, তলোয়ার, বাঁশের লাঠি উদ্ধার করা হয়।
পরবর্তীতে বিএনপি কর্মী মিরাজুল ইসলাম বাদী হয়ে মিরপুর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার তদন্তে বিএম জুবায়ের রিগান ও আলাউল হোসেনের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ায় তাদের গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়।
এছাড়াও মিরপুর থানা পুলিশের পৃথক তিনটি অভিযানে ওয়ারেন্টভুক্ত আরও তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমিনুল ইসলাম বলেন, নাশকতা মামলার তদন্তে গ্রেফতার দুইজন আসামিকে আদালতে পাঠানো হয়েছে। পাশাপাশি এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে, যা ভবিষ্যতেও চলমান থাকবে।