ওমান প্রবাসীকে আনতে গিয়ে প্রাণ গেল একই পরিবারের ৭ জনের

Spread the love

নোয়াখালী, করেসপন্ডেন্ট।

নোয়াখালীর বেগমগঞ্জে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের সাতজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৬ আগস্ট) ভোরে উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের একটি সড়কে এ দুর্ঘটনাটি ঘটে।

জানা গেছে, ওমান থেকে ফেরা এক প্রবাসীকে আনতে পরিবারের সদস্যরা ঢাকা গিয়েছিলেন। সেখান থেকে প্রাইভেটকার ও হাইস মাইক্রোবাসে করে লক্ষ্মীপুরের উদ্দেশে রওনা দেন তারা। পথে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসটি একটি খালে পড়ে গেলে ঘটনাস্থলেই সাতজনের মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনাটি ঘটে ভোররাতে। প্রথমে কিছু বুঝে ওঠা না গেলেও, খালে আলো দেখে আশপাশের লোকজন ছুটে এসে উদ্ধার কাজে অংশ নেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ওসি মো. মোবারক হোসেন ভূঁইয়া জানান, মাইক্রোবাসের চালক ঘুমিয়ে পড়েছিলেন বলে ধারণা করা হচ্ছে। এতে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। কয়েকজন যাত্রী প্রাণে রক্ষা পেলেও সাতজন ঘটনাস্থলেই প্রাণ হারান।

বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মো. মনির হোসেন জানান, তাদের কাছে দুটি মরদেহ আনা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা ঘটনাস্থলেই নিহত হয়েছেন।

এদিকে, বেগমগঞ্জ মডেল থানার ওসি মো. লিটন দেওয়ান জানান, রেকারের সহায়তায় দুর্ঘটনাকবলিত গাড়িটি খাল থেকে উদ্ধার করা হয়েছে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *