পুতিনের কথিত কন্যার বিস্ফোরক মন্তব্য ঘিরে রহস্য

Spread the love

আন্তর্জাতিক ডেস্ক।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কথিত গোপন কন্যা এলিজাভেতা ক্রিভোনগিখ সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিস্ফোরক মন্তব্য করে আলোচনার জন্ম দিয়েছেন। একটি টেলিগ্রাম পোস্টে তিনি লিখেছেন, “যে লোক কোটি কোটি মানুষের জীবন নিয়েছে, সে আমার জীবনও শেষ করে দিয়েছে।”

জার্মান পত্রিকা বিল্ড-এর প্রতিবেদন অনুযায়ী, ২২ বছর বয়সী এলিজাভেতা সরাসরি পুতিনের নাম উল্লেখ না করলেও তার মন্তব্যটি মূলত পুতিনের বিরুদ্ধেই বলে ধারণা করা হচ্ছে। তিনি আরও লিখেছেন, “আবার নিজের মুখ দেখাতে পারাটা মুক্তির মতো। এটা মনে করিয়ে দেয়, কে আমি এবং কে আমার জীবন ধ্বংস করেছে।”

এলিজাভেতা, যিনি ‘লুইজা রোজোভা’ নামেও পরিচিত, তার জন্ম ২০০৩ সালে সেন্ট পিটার্সবার্গে। তার মা স্বেতলানা ক্রিভোনগিখ একসময় পুতিনের বাসায় পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করতেন। ২০২০ সালে একটি রুশ অনুসন্ধানী গণমাধ্যম দাবি করে, স্বেতলানার বিপুল সম্পদ এবং মেয়ের সঙ্গে পুতিনের চেহারার অদ্ভুত মিল থেকে তাদের সম্পর্ক নিয়ে জোরালো ইঙ্গিত পাওয়া যায়।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে এলিজাভেতা জনসম্মুখ থেকে দূরে সরে যান। বর্তমানে তিনি প্যারিসের দুটি শিল্প গ্যালারিতে কাজ করছেন, যেগুলো যুদ্ধবিরোধী শিল্পকর্ম প্রদর্শনের জন্য পরিচিত। তার জন্মসনদে বাবার নাম না থাকলেও মধ্যনাম ‘ভ্লাদিমিরোভনা’ তার পুতিনের সঙ্গে সম্পর্কের গুঞ্জনকে আরও জোরদার করেছে। যদিও ক্রেমলিন এই সম্পর্ককে বরাবরই ‘ভিত্তিহীন’ বলে দাবি করে আসছে।

সূত্র: এনডিটিভি


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *