১২ দিনে আয় করল ৫০ কোটি মাত্র, ৪ কোটিতে তৈরি কন্নড় সিনেমা

Spread the love

বিনোদন ডেস্ক

সিনেমার নাম ‘সু ফ্রম সো’। কন্নড় ভাষায় নির্মিত সিনেমাটি মুক্তি পেয়েছে গত ২৫ জুলাই। হরর আর কমেডির মিশেলে নির্মিত সিনেমাটি মুক্তির পরই ঝড় তুলেছে কর্নাটকের প্রেক্ষাগৃহে। ধীরে ধীরে ভারতের অন্যান্য রাজ্যেও ছড়িয়ে পড়ছে সু ফ্রম সো। মাত্র ৪ কোটি রুপি বাজেটে তৈরি সিনেমাটি ১২ দিনে আয় করেছে ৫০ কোটির বেশি। অর্জন করেছে এ বছরের সবচেয়ে ব্যবসাসফল ভারতীয় সিনেমার খেতাব।

সু ফ্রম সো বানিয়েছেন জেপি থুমিনাড। নির্মাতার প্রথম সিনেমা এটি। অশোকা নামের একটি চরিত্রে অভিনয়ও করেছেন তিনি। মার্লুর নামে উপকূলীয় এক গ্রামের গল্প সু ফ্রম সো। গ্রামের মানুষের প্রতিদিনকার জীবনযাপনের চিত্র কমেডির মোড়কে তুলে এনেছেন নির্মাতা। একদিন গুজব ছড়ায়, অশোককে ভূতে ধরেছে। সুলোচনা নামের সেই ভূতের ভয়ে আতঙ্কে দিন কাটাতে থাকে গ্রামের অধিবাসীরা।

নির্মাতা জানিয়েছেন, বাস্তবজীবন থেকে অনুপ্রাণিত হয়ে সু ফ্রম সোর গল্প লিখেছেন তিনি। তিনি গ্রামেই বড় হয়েছেন। গ্রামের মানুষদের সেই সাধারণ জীবনযাপনের গল্প তুলে এনেছেন নিজের প্রথম সিনেমায়। এর চিত্রনাট্য লিখতে অনেকটা সময় ব্যয় করেছেন। যখনই নতুন আইডিয়া এসেছে, সংশোধন করেছেন। এভাবে মোট ২৬বার চিত্রনাট্য লেখার পর শুটিং করেছেন নির্মাতা।

সু ফ্রম সো মুক্তি দেওয়া হয়েছিল তেমন কোনো প্রচার ছাড়াই। তবে গল্প আর অভিনয়ের জোরে মুখে মুখে ছড়িয়ে গেছে সিনেমাটির নাম। ভৈতিক বিষয়বস্তু, সোশ্যাল মেসেজ, সঙ্গে সাধারণ মানুষের আটপৌরে জীবন— সব মিলিয়ে সিনেমাটি যারাই দেখেছেন, নিজেরা তো উপভোগ করেছেনই, অন্যদের কাছেও পৌঁছে দিয়েছেন সু ফ্রম সোর খবর।

ফলে প্রথম দিন ৭৮ লাখ ব্যবসা করার পর দ্বিতীয় দিনই সেটা বেড়ে দাঁড়ায় ২ কোটি ১৭ লাখ। তৃতীয় দিন সাড়ে ৩ কোটি ব্যবসা করে। এভাবে ধীরে ধীরে প্রতিদিনই বেড়েছে দর্শক সংখ্যা। কর্নাটকে মুক্তির পাঁচ দিন পর কেরালায় মুক্তি পেয়েছে সু ফ্রম সোর মালয়ালম ভার্সন। হায়দরাবাদে তেলুগু ভার্সন মুক্তি পেয়েছে আজ। বিদেশের বাজারেও আজ থেকে চলছে সিনেমাটি।

সু ফ্রম সো প্রযোজনা করেছেন রাজ বি শেঠি। তিনি বলেন, ‘প্রথম দিন বেঙ্গালুরুতে আমরা ৭০টি শো পেয়েছিলাম। পরিবেশকরা আমাকে আগেই সতর্ক করেছিল, অনেক বড় বড় সিনেমা আছে, ২৫ জুলাই তুমি এটা মুক্তি দিও না। আমার ইচ্ছা ছিল, ১ আগস্ট মুক্তি দেওয়ার। কিন্তু এক সপ্তাহ আগে থেকে যদি কিছু হলে শো চলে, তাহলে কিছু লোক দেখবে, তাদের মাধ্যমে অন্যদের কাছেও ছড়িয়ে যাবে। এটাই ছিল আমার আইডিয়া। কিন্তু সিনেমাটি এত দ্রুত ছড়িয়েছে যে, প্রথম দিন ছিল ৭০টি শো, দ্বিতীয় দিন বেড়ে দাঁড়ায় ১৮০টি, তৃতীয় দিনে ৩৪০টি শো পাই আমরা। এখন বেঙ্গালুরুতে ৬৭০টি শো চলছে, বেঙ্গালুরুতে এখন সু ফ্রম সোই সবচেয়ে বড় সিনেমা।’

প্রযোজক ও অভিনেতা রাজ বি শেঠি জানিয়েছেন, এরইমধ্যে সিনেমাটির হিন্দি রিমেকের প্রস্তাব পেয়েছেন তাঁরা। তবে সু ফ্রম সো যেহেতু কর্নাটকের প্রত্যন্ত অঞ্চলের সিনেমা, যেখানে নিজস্ব সংস্কৃতি উঠে এসেছে গুরুত্বপূর্ণ চরিত্র হয়ে, এটি কীভাবে হিন্দিতে করা সম্ভব—সেটা নিয়েও ভাবছেন তিনি।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *