
স্পোর্টস ডেস্ক।
ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট দ্য হান্ড্রেডের নতুন আসর শুরু হয়েছে গতকাল (মঙ্গলবার) থেকে। আর উদ্বোধনী ম্যাচেই ঘটেছে নাটকীয় কিছু ঘটনা। টি-টোয়েন্টি ফরম্যাটের ম্যাচটিতে আগে ব্যাট করতে নেমে লন্ডন স্পিরিট মাত্র ৮০ রানেই গুটিয়ে যায়। সেই লক্ষ্য তাড়ায় ৩১ বল এবং ৬ উইকেট হাতে রেখেই জিতেছে ওভাল ইনভিন্সিবলস। তবে খেলার ফলাফলের চেয়েও আলোচনার কেন্দ্রে মাঠে আচমকা শিয়ালের দৌড়ের মতো ঘটনা।
মাঠে অবশ্য পাখি, কুকুর, মৌমাছি, শাপসহ নানা প্রাণীর হঠাৎ ঢুকে পড়ার দৃশ্য নতুন নয়। তেমনই এবার ইংলিশ প্রতিযোগিতায় হানা দিলো শিয়াল। যে কারণে প্রায় এক মিনিট হান্ড্রেডের উদ্বোধনী ম্যাচের খেলা বন্ধ ছিল। ম্যাচের দ্বিতীয় ইনিংস চলাকালেই হঠাৎই সেটি মাঠে ঢুকে পড়ে। ওই সময় লক্ষ্য তাড়ায় ব্যাট করছিল ওভাল। কিছুটা দৌড়ে নিজে নিজেই পরে শিয়াল মাঠ ছাড়লে ফের বল গড়ায় মাঠে।
এ ছাড়াও আলোচনায় রয়েছে স্যাম কারানের করা অবিশ্বাস্য স্লো একটি বল। ব্যাটারদের বোকা বানাতে হঠাৎ–ই সিম মুভমেন্ট ও গতি কমিয়ে আনার কৌশল অবলম্বন করতে দেখা যায় পেসারদের। ইংলিশ পেস অলরাউন্ডার স্যাম কারানও তেমনই এক বলে উইকেট পেয়েছেন। লন্ডন স্পিরিটের হয়ে শেষ উইকেটে ব্যাট করছিলেন রিচার্ড গ্লিসন। ১৯তম ওভারের চতুর্থ ডেলিভারি অনেকটা লেগস্পিনারের ভঙ্গিতে পেছন থেকে খুবই অল্প গতিতে ছাড়েন কারান। স্পিডমিটারে সেই বলের গতি দেখায় ঘণ্টায় মাত্র ৭৫.৬ কিলোমিটার।
বর্তমানে স্পিনার বোলাররাও সফলতা পেতে নানা ভ্যারিয়েশন আনতে দেখা যায়। কখনও অনেক গতি কিংবা কখনও লাইন-লেংথের সঙ্গে গতির বিভ্রান্তিকর মিশেলে তারা ব্যাটারদের ফাঁদে ফেলেন। ঘণ্টায় ১০০ কিলোমিটারের বেশি গতিতেও বল করেন এখনকার অনেক স্পিনার। সে হিসেবে পেসার কারানের ঘণ্টায় ৭৫.৬ কিলো. গতির ডেলিভারি নিশ্চিতভাবেই ব্যাটারের জন্য বিভ্রান্তি তৈরি করেছিল। গ্লিসন আউট হতেই লন্ডন স্পিরিটের ইনিংস থামে ৮০ রানে। দলটির পক্ষে সর্বোচ্চ ২১ রান করেন অ্যাশটন টার্নার। ওভালের পক্ষে রশিদ খান ও কারান ৩টি করে উইকেট শিকার করেন।
লক্ষ্য তাড়ায় ওভালের পক্ষে উইল জ্যাকস ২৪, তাওয়ান্দা মাওয়ে ১৮ রান করলে ৬ উইকেটের বড় জয় নিশ্চিত হয়। লিয়াম ডসন সর্বোচ্চ ২ উইকেট নেন লন্ডন স্পিরিটের পক্ষে।