নিবন্ধন প্রত্যাশী ২২ দলের বিষয়ে মাঠ পর্যায়ে তদন্ত করবে ইসি

Spread the love

নিউজ ডেস্ক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নিবন্ধনের জন্য আবেদন করা ১৪৩টি রাজনৈতিক দলের মধ্যে ২২টি দলের বিষয়ে মাঠ পর্যায়ে তদন্ত করবে নির্বাচন কমিশন (ইসি)।

১১ আগস্ট সোমবার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে ইসির নবম সভা শেষে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ (অব.) এ তথ্য জানান।

আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, ‘এবার ১৪৩টি নতুন দল থেকে নিবন্ধনের জন্য আবেদন করেছিল। আবেদন করা কোনো দলই পুরোপুরি শর্ত পূরণ করতে পারেনি।

পরে ঘাটতি পূরণে ১৫ দিন সময় দিয়েছিল কমিশন। যার মধ্যে ৮৪টি দল তাদের ঘাটতি পূরণ করে ইসিতে তথ্য জমা দেয়। আর ৫৯টি দল কোনো সাড়া দেয়নি। এই ৮৪টি দলের মধ্যে ২২টি আপাতদৃষ্টে সঠিক বলে উইথ ফ্লেক্সিবিলিটি পাওয়া গেছে। যেগুলো মাঠ পর্যায়ে ভেরিফিকেশনের জন্য চলে যাবে। আর বাকি ১২১টি অযোগ্য বিবেচিত হয়েছে। তাদেরকে কারণ দর্শানোসহ আগামী ১৫ দিনের মধ্যে ফেরত দেওয়া হবে।’

ইসি থেকে জানানো হয়েছে ঘাটতি পূরণ করেছে ২২ দল। এই ২২টি দল হলো : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ফলোয়ার্ড পার্টি, আম জনতার দল, বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি (বিজিপি), বাংলাদেশ সংস্কারবাদী পার্টি (বিআরপি), বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী), মৌলিক বাংলা, বাংলাদেশ জাস্টিস অ্যান্ড ডেভোলপমেন্ট পার্টি, জাতীয় জনতা পার্টি, জনতার দল, জনতা পার্টি বাংলাদেশ, বাংলাদেশ আমজনগণ পার্টি, বাংলাদেশ জাতীয় লীগ, ভাসানী জনশক্তি পার্টি, বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) সিপিবি (এম), জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ-শাহজাহান সিরাজ), জমিয়তে উলামায়ে ইসলাম ও নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ বেকার সমাজ (বাবেস), বাংলাদেশ সলুশন পার্টি এবং নতুন বাংলাদেশ পার্টি।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *