কুষ্টিয়ায় হত্যা মামলার আসামি ১০ কোটি টাকার মাদক অস্ত্রসহ গ্রেপ্তার

Spread the love

কুষ্টিয়া প্রতিনিধি।

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত এলাকায় বিপুল পরিমাণ মাদক ও অস্ত্রসহ হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তির কাছ থেকে প্রায় ১০ কোটি টাকার মাদকদ্রব্য, দুটি বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার করা হয়েছে।

 

শনিবার (১৬ আগস্ট) ভোরে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের মুন্সিগঞ্জ এলাকায় বিশেষ অভিযানে তাকে আটক করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম সিনবাদ আলী (২৭), তিনি দৌলতপুর উপজেলার মহিষকুন্ডি ঠোঁটারপাড়া গ্রামের ছম্মাত আলীর ছেলে। এ সময় তার সহযোগী মিন্টু হোসেন (২৯), রামকৃষ্ণপুর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের সওকত মন্ডলের ছেলে,কেও আটক করা হয়।

 

৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান জানান, ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি, ৯০ বোতল ফেনসিডিল এবং ৫০ মিলিলিটার পরিমাণের ২০ বোতল এলএসডি। উদ্ধারকৃত অস্ত্র ও মাদকের আনুমানিক বাজারমূল্য দাঁড়িয়েছে প্রায় ১০ কোটি ৪২ লাখ ৫৬ হাজার ৪০০ টাকা।

 

বিজিবির পক্ষ থেকে আরও জানানো হয়, আটক সিনবাদ আলী দৌলতপুর আশ্রায়ন বিওপি এলাকায় গত জুন মাসে সংঘটিত আলোচিত মোহন হত্যা মামলার প্রধান আসামি। তিনি দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় কুখ্যাত মাদক ও চোরাকারবারি হিসেবে পরিচিত।

 

উল্লেখ্য, গত ২৭ জুন রাত সাড়ে ৯টার দিকে মহিষকুন্ডি ঠোঁটারপাড়া মাঠে মাদক ব্যবসা নিয়ে বিরোধের জেরে মোহন আলী (২৫) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়। ওই ঘটনায় নিহতের পরিবার দৌলতপুর থানায় হত্যা মামলা দায়ের করলে সিনবাদ আলীর নাম আসামির তালিকায় উঠে আসে।

জব্দকৃত মাদক ও অস্ত্রসহ আটক দুই আসামিকে দৌলতপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *