
কুষ্টিয়া প্রতিনিধি।
কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষকবাহী একটি কোস্টার বাসের সঙ্গে যাত্রীবাহী রূপসা পরিবহনের বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৮ জন আহত হয়েছেন। রোববার (১৭ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের সদর উপজেলার এগারোমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক ও কোস্টার বাসচালকও রয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বহনকারী কোস্টার বাস (ঢাকা মেট্রো-ঝ-১১-০৯২৩) সকাল ১০টার দিকে কুষ্টিয়া শহর থেকে ক্যাম্পাসের উদ্দেশ্যে রওনা দেয়। বাসটি আনুমানিক সাড়ে ১০টার দিকে এগারোমাইল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে খুলনা থেকে কুষ্টিয়ামুখী রূপসা পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব-১৪-৫৪৭৪) একটি ভ্যানকে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে কোস্টার বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের পর রূপসা পরিবহনের চালক দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
দুর্ঘটনায় শিক্ষকবাহী বাসের কয়েকজন যাত্রী আহত হন। এর মধ্যে অধ্যাপক ড. শফিকুল ইসলাম ও কোস্টার চালক নজরুল ইসলামের অবস্থা গুরুতর ছিল। আহতদের প্রথমে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা জানান, চালক নজরুল ইসলামের কোমরে মারাত্মক আঘাত লাগায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় রেফার করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক ড. আব্দুর রউফ বলেন, “দুর্ঘটনায় প্রাথমিকভাবে ৭-৮ জন আহত হয়েছেন। এর মধ্যে আমাদের শিক্ষক ও চালক বেশি আহত হয়েছেন। তবে আপাতত সবার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।”
এ বিষয়ে কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আল মামুন জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। “বাস দুটি বর্তমানে আমাদের হেফাজতে রয়েছে। ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে,” বলেন তিনি।
স্থানীয়দের অভিযোগ, মহাসড়কটিতে বেপরোয়া গতিতে যাত্রীবাহী বাস চলাচলের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে। তারা দুর্ঘটনা নিয়ন্ত্রণে কঠোর নজরদারির দাবি জানান।