কুষ্টিয়ার মিরপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন

Spread the love

আক্তারুল ইসলাম, মিরপুর, কুষ্টিয়া ।

‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ার মিরপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উদযাপিত হয়েছে।

সোমবার (১৮ আগস্ট) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। পরে উপজেলা চত্বরে পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।

 

উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেশকাতুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার জামসেদ আলী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তমান্নাজ খন্দকার প্রমুখ।

বক্তারা বলেন, দেশের পুষ্টি চাহিদা পূরণে এবং অর্থনীতির উন্নয়নে মাছের ভূমিকা অপরিসীম। দেশীয় প্রজাতির মাছ রক্ষায় অভয়াশ্রম গড়ে তোলার পাশাপাশি আধুনিক প্রযুক্তিনির্ভর মাছ চাষে কৃষকদের আরও এগিয়ে আসতে হবে। এ সময় তাঁরা মৎস্যসম্পদ সংরক্ষণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

আলোচনা সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত মৎস্যচাষি, মৎস্যজীবী, জনপ্রতিনিধি, শিক্ষক ও সুধীজন উপস্থিত ছিলেন।

 

এদিকে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মৎস্যচাষে নিরলস পরিশ্রম, উৎপাদন বৃদ্ধি এবং আমদানি-রপ্তানি বাণিজ্যে অবদানের জন্য উপজেলার তিনজন সফল উদ্যোক্তাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। সম্মাননা প্রাপ্ত উদ্যোক্তারা তাঁদের অভিজ্ঞতা তুলে ধরে ভবিষ্যতে আরও বৈজ্ঞানিক ও প্রযুক্তিভিত্তিক মাছ চাষের পরিকল্পনার কথা জানান।

অনুষ্ঠান শেষে মৎস্য বিভাগের উদ্যোগে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। এ ছাড়া সাপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্যে রয়েছে প্রশিক্ষণ কর্মশালা, চাষিদের সাথে মতবিনিময়, নদী-খাল-জলাশয় রক্ষা অভিযান ও গণসচেতনতা বৃদ্ধি কার্যক্রম।

 

স্থানীয় সুধীজন মনে করেন, এ ধরনের উদ্যোগ মৎস্যচাষে তরুণদের আগ্রহ বাড়াবে এবং দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *