কুষ্টিয়ায় পদ্মার ভাঙনে বিলীন বিজিবির একটি বিওপি

Spread the love

আক্তারুল ইসলাম, কুষ্টিয়া।

কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর ভয়াবহ ভাঙনে সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একটি বর্ডার আউটপোস্ট (বিওপি) নদীগর্ভে বিলীন হয়ে গেছে। বুধবার (১০ সেপ্টেম্বর) রাতের দিকে উপজেলার সীমান্তঘেঁষা উদয়নগর বিওপির অধিকাংশ অংশ পদ্মায় তলিয়ে যায়।

কুষ্টিয়া ৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মুর্শেদ রহমান বলেন, কয়েক দিন আগে থেকেই ভাঙনের আশঙ্কা থাকায় সদস্যদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছিল। প্রয়োজনীয় মালামালও চর চিলমারী বিওপিতে স্থানান্তর করা হয়। ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। বর্তমানে সেখান থেকেই উদয়নগর এলাকায় টহল কার্যক্রম চালানো হচ্ছে।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্র জানায়, চলতি বর্ষায় পদ্মা ও গড়াই নদ-নদীর অন্তত ১৭টি স্থানে ভাঙনের ঝুঁকি চিহ্নিত করা হয়েছিল। বর্ষার পানি বাড়তে শুরু করলে সেই সব এলাকায় ভাঙন শুরু হয়। বর্তমানে পানি কমতে থাকায় ভাঙনের মাত্রা আরও বেড়েছে। এর মধ্যে উদয়নগর বিওপিও ছিল অন্যতম ঝুঁকিপূর্ণ স্থান। ভাঙন ঠেকাতে জিওব্যাগ ফেলা হলেও তীব্র স্রোতে তা টিকেনি।

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্তঘেঁষা এ বিওপিতে প্রায় ২২ থেকে ২৫ জন সদস্য অবস্থান করতেন। ভাঙনে বিওপির দুই-তৃতীয়াংশ নদীগর্ভে বিলীন হয়েছে। অবশিষ্ট অংশও দ্রুত ভেঙে যাওয়ার আশঙ্কা রয়েছে।

পাউবোর কুষ্টিয়া কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী রাশিদুর রহমান বলেন, “সকালে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। পানি কমলেও স্রোতের কারণে ভাঙন আরও তীব্র আকার ধারণ করেছে। বিওপিটি আর রক্ষা করা সম্ভব হয়নি। বর্তমানে দৌলতপুর ও ভেড়ামারার আরও কয়েকটি স্থানে ভাঙন দেখা দিয়েছে।”


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *