অতিরিক্ত ভাড়া নেয়ার জন্য হানিফ পরিবহনকে জড়িমানা

Spread the love

নির্বাহী ম্যাজিস্ট্রেট আলপনা ইয়াসমিন জানান, টিকিটের গায়ে লেখা আছে ৮২০ টাকা। কিন্তু ননিএসি টিকিটের মূল্য হবে ৬৯০ টাকা। এছাড়াও অনেক যাত্রীদের কাছে থেকে ৯০০ শ বা এক হাজার টাকার বেশি ভাড়া নেওয়া হচ্ছে। যাত্রীরা বিপাকে পড়ে ভাড়া বেশি দিতে বাধ্য হচ্ছেন। তিনি বলেন, এ বিষয়ে হানিফ কাউন্টারের
দায়িত্বরতদের সাথে যোগাযোগ করা হলে তারা সরাসরি এসকল অভিযোগ অস্বীকার করেছে বলে জানান তিনি।
আলপনা ইয়াসমিন জানান, অতিরিক্ত ভাড়া আদায়ের জন্য হানিফ পরিবহনের চারটি গাড়িকে সড়ক পরিবহন আইনের ২০১৮ এর ৩৪ ও ১০২ ধারায় তাৎক্ষনিক ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। তিনি আরো জানান, এর আগে ভাড়ার চার্ট না টাঙানো ও বেশি ভাড়া নেওয়ায় অভিযোগে হনিফ পরিবহনকে সতর্কতা করা হয়েছিলো।
ভ্রান্যনাণ আদালত সূত্রে জানা যায়, মহাসড়কে দুর্ঘটনা প্রতিরোধে গাড়ি গতি নিয়ন্ত্রণ, কাগজ পত্র চেকিং সহ বিভিন্ন অভিযান পরিচালনা করা হচ্ছে।
অভিযানে বিআরটিএ এর কর্মকর্তাবৃন্দ ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন ।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *