আজ থেকে শুরু হচ্ছে বিডা সম্মেলন

Spread the love

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) আয়োজনে আজ সোমবার (৭ এপ্রিল) থেকে চার দিনব্যাপী বিনিয়োগ সম্মেলন-২০২৫ শুরু হচ্ছে। সম্মেলনে অংশ নেবেন চীন-যুক্তরাষ্ট্রসহ অর্ধশত দেশের বড় বিনিয়োগকারীরা। সম্মেলনের পরও যোগাযোগ রেখে বিনিয়োগ প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দেবে সরকার।

রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করে এসব তথ্য দেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। বিডার আয়োজনে এই সম্মেলন চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত।

সংবাদ সম্মেলনে আশিক চৌধুরী বলেন, মার্কিন শুল্কনীতির কোনো নেতিবাচক প্রভাব পড়বে না দেশের ব্যবসা-বিনিয়োগে।

বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, ‘এই সম্মেলনের মাধ্যমে বিনিয়োগের একটা পাইপ লাইন তৈরি হবে। এই সম্মেলনে একশটা কোম্পানি এসেছে, এরা সবাই আগ্রহে দেখিয়েছে, এই আগ্রহ থেকে আমাদের বাস্তাবায়নের জন্য আর কী কী করতে হবে সেরকম একটা প্রজেক্ট ওয়ার্কের মতো পাবো। এর ওপর ভিত্তি করেই পরবর্তী ৬ মাস থেকে ১৮ মাসের মধ্যে তাদেরকে বিনিয়োগে নিয়ে আসার চেষ্টা করব।’

বৈদেশিক মুদ্রার সরবরাহ বাড়ায় জ্বালানি আমদানির সক্ষমতাও বেড়েছে। যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য ঘাটতি কমাতে দেশটি থেকে এলএনজি আমদানির সুযোগ খুঁজছে সরকার। এছাড়া ট্রাম্পের শুল্কনীতির পরিবর্তনে দেশে ব্যবসা ও বিনিয়োগ ব্যবস্থাপনায় ইতিবাচক রুপান্তর হবে বলে আশা করেন বিডা চেয়ারম্যান।

আশিক চৌধুরী বলেন, ‘বিনিয়োগকারীদের এই চাপটা একটা বিশাল সুযোগ। আমি মনে করে এর ওপর ভিত্তি করে আমাদের বিনিয়োগ ব্যবস্থার মধ্যে সংস্কারগুলো করে ফেলতে পারব। ওই সুযোগকে কাজে লাগিয়ে আমাদের বিনিয়োগে একটা বড় পরিবর্তন আনা সম্ভব।’

সম্মেলনে সবচেয়ে সম্ভাবনাময় খাত হিসেবে তুলে ধরা হবে বস্ত্র, নবায়যোগ্য জ্বালানি, ওষুধ, কৃষি প্রকিয়াজাত শিল্প, ডিজিটাল ইকোনমির মত খাত।

কারা আসছেন সম্মেলনে

বিনিয়োগ সম্মেলনে অতিথি হিসেবে থাকবেন যুক্তরাজ্যের হাউস অব লর্ডসের সদস্য ব্যারোনেস রোজি উইন্টারটন, বহুজাতিক কোম্পানি স্যামসাংয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সাং-জু লি, কাপড়ের ব্র্যান্ড জিওর্ডানো ইন্টারন্যাশনালের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কলিন মেলভিল কেনেডি কারি। এ ছাড়া এক্সিলারেট এনার্জির প্রেসিডেন্ট ও পাকিস্তানের দাউদ গ্রুপের ভাইস প্রেসিডেন্টের সম্মেলনে অংশ নেয়ার কথা রয়েছে বলেও জানিয়েছে বিডা।

এসব ব্যক্তির পাশাপাশি আরও কিছু প্রতিষ্ঠানের প্রতিনিধিদের বিনিয়োগ সম্মেলনে যোগ দেয়ার কথা রয়েছে। বিডা জানায়, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা, উবার, টেলিনর ও টয়োটার মতো অনেক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেবেন। এ ছাড়া বিশ্বের বেশ কিছু বড় ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানিও আসছে সম্মেলনে। তাদের মধ্যে যুক্তরাষ্ট্রভিত্তিক বি-ক্যাপিটাল, মালয়েশিয়া ও হংকংভিত্তিক গোবি পার্টনার্স, কনজাংশন ক্যাপিটাল ও মার্কোর মতো প্রতিষ্ঠানগুলো রয়েছে।

 

ওএফ


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *