রাজশাহীর ওয়াসার নিন্মমানের ঘোলা পানি 

Spread the love

রাজশাহী প্রতিনিধি ।
সোমবার ৭ এপ্রিল রাজশাহী নগরীর ১৭ নং ওয়ার্ডের বিভিন্ন স্থানে ওয়াসার পানিতে দেখা গেছে কালো ময়লা। ওয়ার্ডের মহলদার পাড়া, রোডপাড়া, তারা মসজিদ এলাকাসহ বেশ কয়েকটি স্থানের ট্যাপকল দিয়ে কয়লার মতো পানি বেড় হবার ঘটনা ঘটেছে। স্থানীয়দের দেয়া তথ্য মতে, গতকাল সোমবার সকাল থেকে সন্ধ্যা অবদি ওয়াসার পানি সরবরাহ পাইপ দিয়ে বেড় হয়েছে কয়লার মতো কালো পানি। সারাদিন কেটে গেলেও ওয়াসা কর্তৃপক্ষ নেইনি কোন উদ্যোগ। তারা মসজিদ সংলগ্ন একটি কলের চারিপাশ দখল করেছে কালো ময়লাযুক্ত পানি। মসজিদে মাগরিবের নামাজ পড়তে আসা মুসল্লীরা জানান, যোহরের সয়ম পানির যে চিত্র দেখেছি, মাগরিবে এসেও একই অবস্থা দেখলাম। রোডপাড়া এলাকার বাসিন্দা বাবু, বিপ্লব, সবুজ ও চা বিক্রেতা জীবন বলেন, কোন দিন কল দিয়ে এতো কালো পানি বেড় হতে দেখিনি। মহলদার পাড়ার রানা, তাকিয়া ও মাইনুল জানান, গোসল করার জন্য বালতিতে পানি ভরছিলাম। কিছুক্ষণ পর দেখি পুরো বালতি কালো দেখাচ্ছে। কয়েক মাস আগেও লাল লাল ময়লা পানি বের হয়েছে কয়েকবার। সেটা ভেবেই বালতির কালো পানিগুলো ফেলে দিয়ে আবারো কল ছেড়ে বালতি ভর্তি হতে দেয়। এবারো আগের মতোই অবস্থা। সেই দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করেও পানির কোন পরিবর্তন হয়নি। সন্ধ্যা পর্যন্ত ওয়াসার পাইপ থেকে বেড় হয়েছে কয়লার মতো কালো পানি। কালো কালো পানির সাথে বালির মতো কালো কালো দানাও দেখাগেছে।
কালোর পানির জন্য বাথরুমের সাদা টাইলস পুরোটাই কালোরূপ ধারণ করেছে। সারাদিন কোন থালাবাসন ধোয়াতো দূরের কথা, পানিতে হাত দিতেও ভয় লাগছে। হোটেল ব্যবসায়ী বিপ্লব বলেন, মসজিদ সংলগ্ন কল থেকে আমি হোটেলের খাবার পানি সংগ্ৰহ করি। সারাদিন ময়লা কালো পানি বেড় হবার কারণে হোটেলের জন্য পানি আনতে পারিনি। আজ ব্যবসার ক্ষতি হয়েছে। এলাকার বাসিন্দা রানা জানান, দুপুরে ওয়াসা অফিসে ফোন করে বিষয়টি জানানো হয়েছে। ওয়াসার নির্বাহী প্রকৌশলী (জোন-২) দপ্তরের প্রকৌশলী ইকবাল হোসেন বলেন, কেনো হচ্ছে সেটা আমরা দেখছি। ঠিকানা বলেন। ঠিকানা দেবার পর তিনি বলেন, আজ দুপুরে না হলেও আগামীকাল ৮ এপ্রিল মঙ্গলবার (আজ ) লোক পাঠানো হবে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *