কুষ্টিয়ার আমলায় জুমার নামাজ শেষে ফিলিস্তিনের পক্ষে দোয়া ও প্রতিবাদ মিছিল

Spread the love

১১ এপ্রিল ২০২৫ | শুক্রবার
নিজস্ব প্রতিনিধি:

কুষ্টিয়া জেলার আমলায় আজ শুক্রবার জুমার নামাজ শেষে ফিলিস্তিন ও গাজায় চলমান গণহত্যার প্রতিবাদে মুসল্লিরা একত্রিত হয়ে দোয়া ও মোনাজাতে অংশগ্রহণ করেন। স্থানীয় মসজিদে জুমার নামাজ শেষে ইমামের নেতৃত্বে ফিলিস্তিনি ভাই-বোনদের জন্য শান্তি, নিরাপত্তা ও মুক্তির জন্য বিশেষ দোয়া করা হয়।

জনতারকথা

দোয়া-মোনাজাত শেষে মুসল্লিরা মসজিদ প্রাঙ্গণ থেকে বের হয়ে এলাকাজুড়ে শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিল বের করেন। মিছিলটি আমলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। বিক্ষোভে অংশগ্রহণকারীরা ফিলিস্তিনের জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বিভিন্ন শ্লোগান দেন এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন।

জনতারকথা

স্থানীয় মুসল্লিরা বলেন, “ফিলিস্তিনে যে গণহত্যা চলছে তা শুধু একটি দেশের উপর আগ্রাসন নয়, বরং মানবতার উপর সরাসরি আঘাত। আমরা মুসলিম হিসেবে এই নিপীড়নের বিরুদ্ধে আল্লাহর সাহায্য কামনা করছি এবং বিশ্ববাসীকে ঐক্যবদ্ধ হয়ে এই হত্যাযজ্ঞ বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি।

আয়োজিত দোয়া ও প্রতিবাদে আমলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *